পদত্যাগ করেননি ডমিঙ্গো, জানাল বিসিবি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাসেল ডমিঙ্গো

রাসেল ডমিঙ্গো

টি-টোয়েন্টির দায়িত্ব হারানোর পর এক জাতীয় দৈনিকে বিস্ফোরক সাক্ষাৎকার দেন কোচ রাসেল ডমিঙ্গো। জানান, তাকে ক্রিকেটারদের ধমক দিয়ে শাসন করতে বলেছিলেন বোর্ড কর্তারা। তার আসার আগে তরুণদের দমিয়ে রাখা হতো।

ব্যাপারটা ভালোভাবে নেয়নি বিসিবি। বোর্ড জানায় প্রোটিয়া কোচের কাছে তার বেফাঁস মন্তব্যের ব্যাখ্যা চাইবে। এর পরেই গুঞ্জন ছড়িয়ে পড়ে পদত্যাগ করেছেন ডমিঙ্গো। 

বিজ্ঞাপন

গুঞ্জনটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। 

মিরপুরের আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলন করে সুজন বলেন, ‘ডমিঙ্গো ছুটিতে রয়েছে। ওর সঙ্গে আমরা কথা বলেছি। ও যেভাবে বলতে চেয়েছে সেভাবে সংবাদমাধ্যমে আসেনি। পদত্যাগের বিষয়টি সঠিক নয়। রাসেল কয়েকটি সংবাদমাধ্যমে কথা বলেছে। তবে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়গুলো ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। আজকে সকালেও রাসেলের সঙ্গে কথা হয়েছে। কয়েকদিন আগে সে মিডিয়ার সঙ্গে কথা বলেছে। বোর্ড সভাপতির সঙ্গেও আলাপ আলোচনা করেছে।’

ছুটি শেষে দলের সঙ্গে ডমিঙ্গোর যোগ দান নিয়ে সুজন বলেন, ‘ডমিঙ্গো এ আগামী মাসের শেষে অথবা অক্টোবরের শুরুতে নিয়মমাফিক দলের সঙ্গে যোগ দেবেন ও তার পরিকল্পনা দ্রুত বোর্ডের কাছে জমা দেবেন। আশা করছি সে দ্রুতই তার প্ল্যান বোর্ডকে জমা দিবে। আলোচনায় আছে আফগানিস্তানে আমাদের এ-দলের যে সফর আছে সেখানে সে যাবে খেলোয়াড়দের সঙ্গে। এভাবেই পরিকল্পনা অনুযায়ী রাসেলের সঙ্গে যোগাযোগ হচ্ছে।’

তার আগে ডমিঙ্গো সংবাদমাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি চাকরি ছাড়েননি, ‘আপনাদের জানাতে চাই যে, আমি এখনো পদত্যাগ করিনি। আমি বর্তমান প্রেক্ষাপট পরিবর্তনে বদ্ধপরিকর।’