রিকার্ভে দুটি ব্রোঞ্জ পেলেন রোমান-দিয়ারা
তুরস্কের কোনিয়ায় অবশেষে পদক জয়ের পতাকা উড়াল বাংলাদেশ। ইসলামিক সলিডারিটি গেমসের নবম দিনে এসে আরচারিতে লাল-সবুজের প্রতিনিধিরা পেল সাফল্যের দেখা।
আরচারির রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। ইভেন্টটিতে প্রতিপক্ষ সৌদি আরবকে ৬-০ সেট পয়েন্টে হারিয়েছেন রোমান সানা, সাগর ও আব্দুল হাকিম রুবেল।
পদক এসেছে আরচারির রিকার্ভ মহিলা দলগত ইভেন্ট থেকেও। এই ইভেন্টে উজবেকিস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়েছেন দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও নাসরিন আক্তার।
নারী কম্পাউন্ড দলীয় ইভেন্ট থেকে আসছে স্বর্ণপদক জয়ের হাতছানি। এ ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন রোকসানা, শ্যামলী ও পুষ্পিতা জামান।