সাকিব-লিটন-ইয়াসিরের ফিফটি, টাইগারদের সংগ্রহ ৩১৪
দক্ষিণ আফ্রিকা বিপক্ষে দাপুটে ব্যাটিং করেছে বাংলাদেশ। যাচ্ছেন প্রথম ওয়ানডেতে ফিফটি হাঁকিয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও ইয়াসির আলী। ত্রয়ীর ব্যাটিং দৃঢ়তায় শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১৪ রানের পুঁজি গড়েছে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই টাইগারদের সর্বোচ্চ দলীয় স্কোর। প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। গত ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ করেছিল ৩৩০ রান। প্রোটিয়াদের বিপক্ষে এই প্রথম বাংলাদেশের তিন ব্যাটসম্যান এক ম্যাচে ফিফটি হাঁকালেন। ম্যাচটি জিতলেই ইতিহাস গড়বে দেশের ছেলেরা। দক্ষিণ আফ্রিকার মাটিতে তুলে নেবে প্রথম জয়।
ব্যাট হাতে ঝলক দেখালেন সাকিব আল হাসান। দিলেন সেঞ্চুরির আভাস। শতক না পেলেও অসাধারণ এক ফিফটি হাঁকিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ৬৪ বলে ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় সাজান ৭৭ রানের দুর্বার এক ক্রিকেটীয় ইনিংস।
কেশব মহারাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে অর্ধ-শতকের দেখা পান ওপেনার লিটন দাস। তারকা এ ওপেনার দুর্দান্ত ইনিংসটি সাজান ৬৭ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায়। ক্রিজ থেকে বিদায় নেওয়ার আগে দারুণ এক ফিফটি মারেন ইয়াসির আলী রাব্বীও। ৪৪ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় পান তিনি ৫০ রানের চমৎকার এক ইনিংস। চতুর্থ উইকেটে সাকিবের সঙ্গে গড়েন ১১৫ রানের (৮২ বলে) পার্টনারশিপ।
তবে তামিম ইকবাল ৯ রানের জন্য মিস করেন ফিফটি। তারকা এ ওপেনার ফেরেন ৪১ রান নিয়ে। লাল-সবুজের প্রতিনিধিদের অধিনায়কের ইনিংসটি আসে ৬৭ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কার বিনিময়ে। তার আগে শুরুটা ছিল দারুণ। লিটনের সঙ্গে তামিম গড়েন ৯৫ রানের ওপেনিং জুটি। যা দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড। মাহমুদউল্লাহ রিয়াদ এনে দেন ২৫ রান। দলীয় স্কোরে ১৭ যোগ করেন আফিফ হোসেন। ১৯* রানে অপরাজিত থেকে যান মেহেদী হাসান মিরাজ।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন মার্কো জানসেন ও কেশব মহারাজ। একটি করে উইকেট পান লুঙ্গি এনগিদি, ক্যাগিসো রাবাদা ও অ্যান্ডিল ফেহলুকওয়ে।