বাংলাদেশের বিপক্ষে টেস্ট না খেলে রাবাদা-এনগিদিরা যাবেন আইপিএলে

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ক্যাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি

ক্যাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু দুই টেস্ট সিরিজে দৃশ্যটা পাল্টে যাচ্ছে। 

টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজে সামনের সারির পেসারদের পাচ্ছে না প্রোটিয়ারা। তারা বাংলাদেশের বিপক্ষে টেস্ট না খেলে যাবেন আইপিএলে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) সিদ্ধান্তটা ছেড়ে দিয়েছিলেন ক্রিকেটারদের ওপর। সুযোগটা কাজে লাগিয়েছেন তারা। লাল-সবুজের প্রতিনিধিদের বিপক্ষে টেস্ট খেলার বদলে আইপিএল বেছে নিয়েছেন দেশটির খেলোয়াড়রা। 

বিজ্ঞাপন

ক্যাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি লড়বেন পাঞ্জাব কিংসের হয়ে। আর মার্কো ইয়ানসেন গায়ে জড়াবেন সানরাইজার্স হায়দরাবাদের জার্সি। 

চোট নিয়ে বাংলাদেশ সিরিজ থেকে আগেই দর্শক বনে গেছেন আনরিখ নর্টজে। আইপিএলের জন্য তিনিও ছাড়পত্র পাবেন কিনা সেটা অবশ্য জানা যায়নি।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে থাকতে পারেন লুথো সিপামলা ও অনভিষিক্ত লিজাড উইলিয়ামস। আর কেশভ মহারাজ মাঠে থাকতেন স্পিন বিশেষজ্ঞ হিসেবে।