অর্থের জন্য বিপিএল আয়োজন করছে না বিসিবি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিপিএল ২০২২

বিপিএল ২০২২

করোনার নতুন ধরন ওমিক্রন চোখ রাঙানি দিয়ে যাচ্ছিল। ব্যস্ত ক্রিকেট সূচির কারণে হাতে তেমন সময়ও ছিল না। একই সময়ে শুরু হচ্ছে অন্য দুটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। যে কারণে বিদেশি তারকা ক্রিকেটার দলে টানতে হিমশিম খেতে হয়েছে এবারের বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তারপরও বিপিএল আয়োজন থেকে হাত গুটিয়ে নেয়নি বিসিবি।

করোনা মহামারির কারণে গতবছর বিপিএল মাঠে গড়ায়নি। এবারও টুর্নামেন্টের আকাশে জমে ছিল আশঙ্কার কালো মেঘ। তবে অনেকের অভিযোগ অর্থের লোভে এবার বিপিএল আয়োজন করতে যাচ্ছে বোর্ড। তবে অভিযোগটা মানতে পারছে না দেশের ক্রিকেটের এ সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আজ বৃহস্পতিবার মিরপুরে অভিযোগ উড়িয়ে দিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘আমাদের মূল কথা – দুইটা পার্সপেক্টিভ। আমরা দেখি যে সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে কিনা এবং যে ভিউয়ার্স সেটা ভালো আছে কিনা। ইকোনমিক, মানে রেভেনিউ জেনারেশনটা মূল লক্ষ্য না। সেটা হলে তো এবার টুর্নামেন্ট করতামই না।’

বিজ্ঞাপন

বিপিএলে খেলতে চায় কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো টাকা দিতে চায় না। যে কারণে বিপিএলটা নির্দিষ্ট একটা ফরম্যাটে দাঁড়ায়নি। এক এক বছর এক এক কম হচ্ছে। দল পাল্টে যাচ্ছে। পরিবর্তন হচ্ছে দলের নামে। এনিয়ে ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘একটা দল এসে দুই বছর খেলল, তৃতীয় বছরে এসে টাকা দিলো না সেখানে লম্বা সময়ের চিন্তা বা মডেল কিভাবে দাঁড়াবে। প্রত্যেকের উইলিংনেসটা কিন্তু থাকতে হবে। এখন একটা প্রিমিয়ার ডিভিশনে দল করতে ৫-৬ কোটি টাকা লাগে, বিপিএল টিম করতে ৮-৯ কোটিতে হয়ে যাচ্ছে। এক সময় এই দল করতে ২৫-৩০ কোটি টাকা লাগত। ইভেনচুয়ালি আমরা যখন লংটার্মে যাব তখন আবার বাড়বে।’

বিপিএলের সাত মৌসুম কেটে গেছে। অষ্টম মৌসুম মাঠে গড়াতে যাচ্ছে। কিন্তু ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্টটি শক্ত ভিত্তির ওপর এখনো দাঁড়াতে পারেনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), বিগ ব্যাশ বা পাকিস্তান সুপার লিগের মতো বিপিএলে একটি ফ্র্যাঞ্চাইজি অনেক দিন ধরে প্রতিনিধিত্ব করতে পারছে না। এজন্য অবশ্য পরিস্থিতিকে দায়ী করছেন ইসমাইল হায়দার মল্লিক।

বিজ্ঞাপন

বিপিএলে ঘনঘন পরিবর্তন আসার কারণ ব্যাখ্যা করে আসরের সদস্য সচিব জানালেন লং টার্ম ফ্র্যাঞ্চাইজি মডেলে যাওয়ার পরিকল্পনার কথা, ‘আমরা তো ভারতের মতো দেশ না। ভারত যখন চায় তখনই আইপিএল করতে পারে। আবার বিগ ব্যাশ জাতীয় দলের ক্রিকেটার ছাড়া খেলে। আমরা তো ওরকম না। আমাদের একটা ফিক্স স্লট যদি বের করতে পারি লং টার্ম ফ্র্যাঞ্চাইজি মডেলে যাব। আমি কিন্তু বলছি না যে বিগ ব্যাশ মডেলে যাব। আমরা চাই ফ্র্যাঞ্চাইজিরা যে বিভাগের দল নিবে অন্তত সেই বিভাগে তাদের কিছু ক্রিকেটীয় কার্যক্রম থাকতে হবে।’

আগামীকাল শুক্রবার, ২১ জানুয়ারি পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের। দেশের ঘরোয়া ক্রিকেটের জাকজমকপূর্ণ এ টি-টোয়েন্টি আসরের উদ্বোধনী ম্যাচেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে মোকাবেলা করবে ফরচুন বরিশাল।