ভারতের প্রতিবন্ধী ক্রিকেট টিমের বাংলাদেশ আগমন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্দেশ্যে ১৮ সদস্যের প্রতিবন্ধী ক্রিকেট দল বাংলাদেশে এসেছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় তারা বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশে প্রবেশ করে। রাতেই তারা কুমিল্লা ভিক্টোরিয়া স্টেডিয়ামে খেলার উদ্দেশ্যে বেনাপোল থেকে রওনা হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবন্ধী দলের অধিনায়ক অভিজিৎ সিং বলেন, তারা পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী ক্রিকেট দলের সদস্য। কুমিল্লায় ২১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত তিন দিন টি-২০ খেলার পর আবার বেনাপোল দিয়ে ভারতে ফিরে যাবেন।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ রাজু বলেন, ভারতের পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী ক্রিকেট দলের ১৮ সদস্যর একটি দল বেনাপোল ইমিগ্রেশন পৌঁছালে দ্রুত তাদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা হয়েছে।

বিজ্ঞাপন