আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশে সাকিব-মুস্তাফিজ-মুশফিক

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন মাত্র একজন। তিনি আর কেউ নন তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তবে আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশে রয়েছে টাইগারদের আধিপত্য।

আইসিসি'র বর্ষসেরা এক দিনের ক্রিকেট দলে জায়গা দখল করেছেন তিন টাইগার ক্রিকেটার- অলরাউন্ডার সাকিব আল হাসান, উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও স্টার ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

গত বছর বাংলাদেশের জার্সি গায়ে ৯টি ওয়ানডে খেলে সাকিব ৩৯.৫৭ গড়ে রান সংগ্রহ করেছেন ২৭৭। বল হাতে দাপট দেখানো বিশ্বসেরা এ অলরাউন্ডার ১৭.৫২ গড়ে শিকার করেন ১৭ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও জমা পড়ে সাকিবের থলিতে।

ডেথ বোলিংয়ে মুস্তাফিজুর রহমানের পারফরম্যান্স ছিল চোখ ধাঁধিয়ে দেয়ার মতো। দুরন্ত বোলিংয়ে ১০ ম্যাচে ২১.৫৫ গড়ে মুস্তাফিজ নেন ১৮ উইকেট। ওভার প্রতি খরচ করেন মাত্র ৫.০৩ রান।

বিজ্ঞাপন

ওয়ানডেতে ব্যাটিং পারফরম্যান্সে ধারাবাহিক ছিলেন মুশফিকুর রহিম। সাকিবের সমান ৯টি একদিনের ম্যাচ খেলে একটি শতকসহ ৫৮.১৪ গড়ে তোলেন ৪০৭ রান।

ওয়ানডে একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন পাকিস্তানের দুজন ক্রিকেটার। অধিনায়ক হিসেবে দলে রাখা হয়েছে বাবর আজমকে। সঙ্গে একাদশে রয়েছেন তারই স্বদেশী মিডল-অর্ডার ব্যাটসম্যান ফখর জামান।

দলটিতে আরও আছেন দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ও রসি ফন ডার ডুসেন, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুষ্মন্ত চামিরা এবং আয়ারল্যান্ডের সিমি সিং ও পল স্টার্লিং।

আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ: পল স্টার্লিং (আয়ারল্যান্ড), জানেমান মালান (দক্ষিণ আফ্রিকা), বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), ফখর জামান (পাকিস্তান), রসি ফন ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক, বাংলাদেশ), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), সিমি সিং (আয়ারল্যান্ড), দুশমন্ত চামিরা (শ্রীলঙ্কা) ও মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।