ডু প্লেসিসদের কুমিল্লার নেতৃত্বে ইমরুল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইমরুল কায়েস

ইমরুল কায়েস

অনেকের ধারণা ছিল, ক্রিকেট সুপারস্টার ফাফ ডু প্লেসিসের কাঁধে উঠবে নেতৃত্বভার। নাহ বাস্তবে তেমন কিছু হয়নি। ২০১৯ সালের বিপিএলে শিরোপা জেতানো ক্যাপ্টেন ইমরুল কায়েসের ওপরই ভরসা রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্ব পেয়েছেন ইমরুল কায়েস। আজ বুধবার, ১৯ জানুয়ারি ইমরুল কায়েসের নেতৃত্ব পাওয়ার খবরটি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। 

বিজ্ঞাপন

দলে অনেক নামি-দামি ক্রিকেটার থাকলেও অধিনায়ক হয়েছেন ইমরুল কায়েস। তবে ইমরুলের মতে, মাঠের লড়াইয়ে নিজেদের নামের প্রমাণ দিতে হবে বড় তারকাদের, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিটা দলই ভালো। কেউ বলতে পারবে না যে আমরা কম ভালো দল। এখন জিনিসটা হচ্ছে মাঠে ক্রিকেট ভালো খেলতে হবে। আসলে নাম দিয়ে ক্রিকেট হয় না। যদিও আমাদের দলে অনেক বড় বড় নাম আছে। কিন্তু আমাদের সেটা মাঠে খেলে প্রমাণ করতে হবে। তখন বোঝা যাবে আমরা কত ভালো দল।’

ডু প্লেসিসকে বাংলাদেশের হোম কন্ডিশন ও উইকেট সম্পর্কে ধারণা দিয়েছেন ইমরুল। আর দক্ষিণ আফ্রিকান তারকা দিয়েছেন আইপিএলের অভিজ্ঞতা। এ নিয়ে কুমিল্লার অধিনায়ক বলেন, ‘সে অনেক বড় তারকা, বিশেষত টি-টোয়েন্টিতে। ডু প্লেসিস তার অভিজ্ঞতা শেয়ার করেছে যে আইপিএলে বা অন্য টুর্নামেন্টগুলোতে কীভাবে ব্যাট করে। আমি তাকে বললাম আমাদের দেশের উইকেট কন্ডিশন কেমন, উইকেটগুলো কেমন থাকে। আমাদের টিমের প্ল্যান কী হওয়া উচিত। যেহেতু ওর সঙ্গে লিটন ব্যাট করবে, হয়তো প্রথম দুই ম্যাচ করবে না। তো এসব বিষয়ই শেয়ার করেছি। যেহেতু অনেক অভিজ্ঞ, মাঠে ওর সাহায্যটা দরকার।’

বিজ্ঞাপন