আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মুস্তাফিজ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান

বিদায়ী বছরে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে অসাধারণ বোলিং পারফরম্যান্স উপহার দিয়েছেন মুস্তাফিজুর রহমান। এবার পেলেন সেই দুরন্ত পারফরম্যান্সের স্বীকৃতি। 

দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন তারকা এ পেসার। একাদশে বাংলাদেশের অন্য কোনো ক্রিকেটারের জায়গা হয়নি।

বিজ্ঞাপন

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। তবে দেশটি থেকে আইসিসির বর্ষসেরা একাদশে রয়েছেন কেবল দুজন ক্রিকেটার- মিচেল মার্শ ও জশ হেইজেলউড। 

সবচেয়ে বড় চমক হলো একাদশে নেই কোনো ভারতীয় ক্রিকেটারের নাম। তবে পাকিস্তানের রয়েছেন তিনজন। অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের আছেন দলটির পেসার শাহিন শাহ আফ্রিদি। 

বিজ্ঞাপন

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: জস বাটলার, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, এইডেন মার্করাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, তাবরাইজ শামসি, জশ হেইজেলউড, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মুস্তাফিজুর রহমান ও শাহিন আফ্রিদি।