বঙ্গবন্ধু এশিয়ান ভলিবলের ফাইনালে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ ভলিবল দল

বাংলাদেশ ভলিবল দল

শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে প্রথম সেটে বাংলাদেশের পারফরম্যান্সটা হলো দুর্দান্ত। কিন্তু লড়াই জমিয়ে তুলেও লাভ হয়নি। হার মেনে বসে লাল-সবুজের প্রতিনিধিরা।

পিছিয়ে পড়েই হাল ছেড়ে দেয় স্বাগতিকরা। আর খেলায় ফিরতে পারেনি। ফলে বাংলাদেশকে হারিয়ে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার, ২৮ ডিসেম্বর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের ফাইনালে ৩-০ সেটে জয় ছিনিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। প্রথমবারের মতো এ আসরে খেলতে এসেই সবাইকে তাক লাগিয়ে দিল তারা।

প্রথম সেটে ২৫-২৫ সমতা রেখেও শেষ পর্যন্ত ২০১৬ সালের শিরোপা জয়ী বাংলাদেশ হারে ২৮-২৬ ব্যবধানে। দ্বিতীয় সেটে দেশের ছেলেরা ধরাশায়ী হয় ২৫-২০ পয়েন্টে। তৃতীয় সেটেও হারের ব্যবধান ছিল একই। 

বিজ্ঞাপন