বাকীর জীবনের বাকি ইনিংসের সঙ্গী সাফারিয়া
কিছুটা দেরিতে হলেও জীবনের বাকি ইনিংসটা অবশেষে শুরু করেছেন তারকা শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী। গতকাল সোমবার, ২৭ ডিসেম্বর আরেক শ্যুটার সাফারিয়া আক্তারকে বিয়ে করেছেন কমনওয়েলথ গেমসে রৌপ্য জয়ী এ অ্যাথলেট।
বাকীর মতো তার সহধর্মিণীও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) পড়া-শোনা করেছেন। তবে দুজনের পরিচয় হয় শ্যুটিং রেঞ্জে। বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে পারিবারিকভাবে। খবরটি নিশ্চিত করে বাকী বলেন, ‘যেহেতু শ্যুটিং করি একজন আরেকজনকে চিনতাম। তবে সেই অর্থে সম্পর্ক ছিল না। পারিবারিকভাবেই সব কিছু হয়েছে।’
জামালপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে স্ত্রীকে নিয়ে নিজ জেলা গাজীপুরে ফিরেছেন বাকী। আজ মঙ্গলবার, ২৮ ডিসেম্বর হয়ে গেল তার বৌভাত অনুষ্ঠান। কয়েকদিন পর ঢাকায়ও একটি অনুষ্ঠান আয়োজন করবেন। সবার কাছে দোয়া চেয়ে এনিয়ে বাকী বলেন, ‘জামালপুর ও গাজীপুরে একদম ঘরোয়া ও শ্যুটিংয়ের কয়েকজন নিয়ে অনুষ্ঠান হয়েছে। ঢাকায় ক্রীড়াঙ্গনের আরও অনেককে নিয়ে অনুষ্ঠান করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’