কোরিয়ার কাছেও হারল বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া হকি লড়াই

বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া হকি লড়াই

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের শুরুটা হয়েছিল যাচ্ছে তাই বাজে পারফরম্যান্সে। ভারতের কাছে ৯-০ গোলে রীতিমতো উড়িয়ে গিয়েছিল বাংলাদেশ।

তবে দ্বিতীয় ম্যাচে এসে লড়াইয়ে ফিরল দেশের ছেলেরা। ম্যাচ জমিয়ে তুলেও হার মানল লাল-সবুজের প্রতিনিধিরা। ভালো খেলেও দক্ষিণ কোরিয়ার কাছে ৩-২ গোলে ধরাশায়ী হলো বাংলাদেশ হকি দল।

বিজ্ঞাপন

কোরিয়ার হয়ে গোল করেন জ্যাং জং-হিউন, জি উ-চেওন ও পার্ক চিও-লিওন। আর বাংলাদেশ গোল উপহার দেন আরশাদ হোসেন ও দ্বীন ইমন।