শ্রীলঙ্কায় হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সিরিজ সেরা রমেশ মেন্ডিসের উইকেট উদযাপন

সিরিজ সেরা রমেশ মেন্ডিসের উইকেট উদযাপন

জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ২৯৭ রান। লক্ষ্যটা তাড়া করতে নেমে ভালো শুরুর আভাস দিয়েছিল ক্যারিবিয়ানরা। কিন্তু বাধ সাধেন শ্রীলঙ্কার দুই স্পিনার। লাসিথ এম্বুলডেনিয়া ও রমেশ মেন্ডিস। স্পিন বিষ ছড়িয়ে শিকার করতে থাকেন একের পর এক উইকেট। তাদের দুজনের ধ্বংসাত্মক বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ১৩২ রানেই গুটিয়ে যায় উইন্ডিজ।

স্বাগতিক শ্রীলঙ্কা জিতে যায় ১৬৪ রানে। এ জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে অতিথি ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল লঙ্কানরা।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাট হাতে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৪ রান সংগ্রহ করেন এনক্রুমাহ বোনার। তার সঙ্গে দলীয় স্কোরে ৩৬ রান যোগ করেন জারমেইন ব্ল্যাকউড। শ্রীলঙ্কার হয়ে পাঁচটি করে উইকেট শিকার করেন এম্বুলদেনিয়া ও সিরিজ সেরা রমেশ মেন্ডিস।

গল টেস্টে প্রথম ইনিংসে ২০৪ রানে আটকে গিয়েছিল শ্রীলঙ্কা। জবাবে সফরকারী উইন্ডিজ প্রথম ইনিংসে করে ২৫৩ রান। পরে ম্যাচসেরা ধনাঞ্জয়া ডি সিলভার সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ৩৪৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। এতে ২৯৬ রানের লিড পেয়ে যায় আয়োজকরা।

বিজ্ঞাপন