টাইগার যুবাদের হ্যাটট্রিক জয়
ফের ব্যাটিং ঝলক দেখালেন প্রান্তিক নওরোজ নাবিল। তার সঙ্গে ব্যাটিংয়ে দুঢ়তা দেখালেন মাহফিজুল ইসলাম। দুজনের ফিফটিতে ২৩০ রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পরে দুরন্ত বোলিংয়ে ৬ রানে নাটকীয় জয় তুলে নিয়েছে জুনিয়র টাইগাররা।
লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল। জয়ের জন্য শেষ ৭ বলে তাদের প্রয়োজন ছিল মাত্র ৯ রান। হাতে ছিল দুই উইকেট। তবে হাত ছোঁয়া দূরে থেকেও জয়ের দেখা পায়নি ভারতীয় ক্রিকেটাররা। তানজিমের শেষ দিকের আগুনে বোলিংয়ে স্বাগতিক প্রতিপক্ষকে ২২৪ রানে গুটিয়ে দিয়ে ম্যাচ নিজেদের করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
কলকাতার ইডেন গার্ডেন্সে তিন দলীয় যুব ওয়ানডে সিরিজে এ নিয়ে টানা তিন ম্যাচ জিতল বাংলাদেশের যুবারা। পয়েন্ট তালিকায় সবার ওপরে এখন তারা।
গত ম্যাচের সেঞ্চুরিয়ান নাবিল পান ৬২ রানের দুর্বার এক ফিফটির দেখা। আর মাহফিজুল যোগ করেন ৫৬ রান। ভারতের হয়ে রিশিথ রেড্ডি ৫৩ রান খরচায় শিকার করেন ৫ উইকেট।
ভারতের হয়ে অংকৃশ রঘুভানশি ৮৮ রানের দুরন্ত এক ইনিংস খেলেন। জয়ের ভিতও গড়ে দিয়েছিলেন। কিন্তু শেষ দিকের ব্যাটসম্যানের ব্যর্থতায় জয় হাতে ধরা দেয়নি।
শেষ ওভারে প্রথম চার বলেই ভারতের উইকেট দুটি নিয়ে নেন তানজিম হাসান। ২৯ রান খরচ করে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন এ পেসার। তার সঙ্গে মেহরব ৩টি ও রিপন নেন দুটি উইকেট। শনিবার ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ফের মোকাবেলা করবে দেশের যুবারা।