র‌্যাঙ্কিংয়ে লিটন-মুশফিক-তাইজুলের উন্নতি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লিটন দাস

লিটন দাস

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দাপুটে এক সেঞ্চুরি হাঁকান লিটন কুমার দাস (১১৪)। দ্বিতীয় ইনিংসেও চলে তার ব্যাটিং দৃঢ়তা। পান চমৎকার এক ফিফটির (৫৯) দেখা। মাঠের লড়াইয়ে সেই ব্যাটিং ঝলকের স্বীকৃতি মিলল র‌্যাঙ্কিংয়ে।

আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে গেছেন এ টাইগার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ের ৩১তম স্থানে উঠে গেছেন লিটন। আর প্রথম ইনিংসে অর্ধ-শতক পেয়ে র‌্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে শীর্ষ বিশে জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিম (৯১)।

বিজ্ঞাপন

স্পিন বিষ ছড়িয়ে তাইজুল ইসলাম প্রথম ইনিংসে ৭ উইকেট শিকার করেছিলেন তাইজুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের কোনো বোলারের এটাই সেরা বোলিং পারফরম্যান্স। দ্বিতীয় ইনিংসে পান আরও একটি উইকেট। বল হাতে আগুনে পারফরম্যান্সে বাঁ-হাতি এ স্পিনারের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তিন ধাপ। এখন রয়েছেন ২৩ নম্বরে।

প্রথম টেস্টে না খেলায় সাকিব আল হাসান ও তামিম ইকবালের র‌্যাঙ্কিয়ে হয়েছে ৩ ধাপ করে।

বিজ্ঞাপন