আট উইকেটে হারল টাইগাররা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মেহেদী হাসান মিরাজের উইকেট উদযাপন

মেহেদী হাসান মিরাজের উইকেট উদযাপন

পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৯৩ রান। লক্ষ্যটা দুই উইকেট হারিয়ে অনায়াসেই তুলে ফেলে অতিথিরা। এতে ৮ উইকেটে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করল টাইগাররা। লক্ষ্য টপকে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে পাকিস্তান তুলে ২০৩ রান।

আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক জয়ের ভিত গড়ে দিলে বাকি কাজটা করেন আজহার আলী (২৪*) ও বাবর আজম (১৩*)। এ জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

বিজ্ঞাপন

দুরন্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে ছিলেন আবিদ আলী। কিন্তু শতকের দেখা পান এ ওপেনার। ৯ রানের আক্ষেপ নিয়ে ফিরলেন তিনি। ৯১ রানে আবিদকে ফিরিয়ে দিয়েছেন তাইজুল ইসলাম। 

চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপে আঘাত করেছেন মেহেদী হাসান মিরাজ। সেঞ্চুরি থেকে বঞ্চিত করে ফেলে দিয়েছেন আব্দুল্লাহ শফিকের উইকেট। মিরাজের বলে এলবিডব্লিউ’র শিকার হওয়ার আগে ৭৩ রান করেছেন এ ওপেনার।

বিজ্ঞাপন

৩৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৯ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে পাকিস্তান। আগের দিন ৫৬ রানে টিকে ছিলেন আবিদ। আর ৫৩ রানে অপরাজিত থেকে তাকে সঙ্গ দিয়ে যাাচ্ছিলেন আব্দুল্লাহ শফিক।

৫৬.২ ওভারে মাত্র ১৫৭ রানে গুটিয়ে যায় টাইগারদের দ্বিতীয় ইনিংস। শাহীন শাহ আফ্রিদি, সাজিদ খান ও হাসান আলীর বোলিং তোপ সামলে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ২০১ রানের লিড নেয় বাংলাদেশ।

লিটন দাসের সেঞ্চুরি আর মুশফিকুর রহিমের ফিফটিতে প্রথম ইনিংসে ৩৩০ রানের পুঁজি গড়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তাইজুলের স্পিন ভেলকিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১১৫.৪ ওভারে ২৮৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান।