থাইল্যান্ডের কাছে হারল সালমারা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ-থাইল্যান্ড লড়াই

বাংলাদেশ-থাইল্যান্ড লড়াই

দাপুটে পারফরম্যান্সে ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচ জিতে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মেয়েদের রীতিমতো উড়িয়ে দিয়েছিল সালমা খাতুনরা। এবার মুদ্রার উল্টো পিঠটাও দেখল তারা।

দাপুটে সে পথ চলায় এবার পড়ল ছেদ। থাইল্যান্ডের মেয়েদের কাছে বৃষ্টি আইনে ১৬ রানে ধরাশায়ী হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

হারারেতে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ভালো করতে পারেনি বাংলাদেশ। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৭৬ রানের পুঁজি গড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। ফিফটি হাঁকান ফারজানা হক (৫১)। ৪৬ রান আসে মুর্শিদা খাতুনের ব্যাট থেকে। থাইল্যান্ডের হয়ে একাই পাঁচ উইকেট নেন নাতায়া বুচাথাম।

জবাবে সোর্ননারিন টিপোচের ফিফটিতে (৬৯) ৩৯.২ ওভারে ২ উইকেট হারিয়ে থাই মেয়েরা ১৩২ রান সংগ্রহ করতেই আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে আর খেলা শুরু করা যায়নি। যে কারণে ডিএল মেথডে হেরে যায় বাংলাদেশ।

বিজ্ঞাপন