টেস্টে সিনিয়ররা না থাকায় হতাশ ক্যাপ্টেন মুমিনুল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুমিনুল হক

মুমিনুল হক

আগামীকাল শুক্রবার মাঠে গড়াচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। কিন্তু মাঠের লড়াইয়ে নেই সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। সিনিয়র না পেয়ে যারপরনাই হতাশ টাইগারদের টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক।

আজ বৃহস্পতিবার, ২৫ নভেম্বর সংবাদ সম্মেলনে ইনজুরির কারণে সাকিব, তামিম, তাসকিন আহমেদদের না পাওয়ার হতাশাই করলেন অধিনায়ক মুমিনুল।

বিজ্ঞাপন

মুমিনুল বলেন সিনিয়ররি না থাকায় তরুণদের নিয়ে মাঠ খেলাটা চ্যালেঞ্জিং হবে, ‘অধিনায়কদের জন্য এটা চ্যালেঞ্জ, যখন সিনিয়ররা থাকেন না। ওয়ানডে ও টি-টোয়েন্টির চিত্র আলাদা, কিন্তু টেস্টে সবসময় সিনিয়রদের প্রয়োজন হয়। একটু চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। তরুণ অধিনায়ক হিসেবে আমার জন্য অবশ্যই এটা হতাশাজনক।’

তরুণদের দায়িত্ব নিয়ে খেলার আহ্বান জানিয়েছেন মুমিনুল। সঙ্গে সুযোগ কাজে লাগিয়ে নিজেদের প্রমাণ করার আর্জি জানিয়েছেন তিনি, ‘কিন্তু এটা নিয়ে পড়ে থাকলে হবে না। জুনিয়রদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। তাদের জন্য এটা নতুন সুযোগ, নিজেকে প্রমাণ করার, নিজেকে দেখানোর।’

বিজ্ঞাপন

অভিজ্ঞ ক্রিকেটারদের না পেলেও হালনা ছেড়ে সামনে এগিয়ে চান মুমিনুল, ‘সাকিব ভাই, তামিম ভাই, তাসকিন- তারা নিয়মিত খেলোয়াড়। তারা না থাকলে আমার কাজ একটু কঠিন হয়ে যায়। তবে এটা চলমান প্রক্রিয়া। কাউকে পাব, কাউকে পাব না। এটা নিয়ে পড়ে থাকলে হবে না। যারা আছে তাদের নিয়ে এগোতে হবে।’