প্রথম টেস্টের জন্য ১২ জনের দল দিয়েছে পাকিস্তান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অনুশীলনে পাকিস্তানের ক্রিকেটাররা

অনুশীলনে পাকিস্তানের ক্রিকেটাররা

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য আজ বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ১২ সদস্যের দল দিয়েছে পাকিস্তান। ম্যাচের আগে এখান থেকে ১১ জনের সেরা একাদশ বেছে নিবে সফরকারীরা।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২০ সদস্যের দল নিয়ে বাংলাদেশে এসেছে পাকিস্তান। সেখান থেকে প্রথম ম্যাচের জন্য ১২ জনের দল দিয়েছে অতিথিরা।

বিজ্ঞাপন

বাবর আজমের অধিনায়কত্বে শক্তিশালী ব্যাটিং লাইন-আপ নিয়ে মাঠের লড়াইয়ে নামবে পাকিস্তান। পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলী। আর স্পিনের ভেলকি দেখাতে প্রস্তুত নোমান আলী। 

টি-টোয়েন্টি সিরিজের শুরুতেও ১২ জনের দল দিয়েছিল পাকিস্তান। পরে সেখান থেকে সেরা একাদশ বেছে নেয় তারা।

বিজ্ঞাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামীকাল শুক্রবার, ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। 

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবীদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফওয়াদ আলম, হাসান আলী, ইমাম-উল-হক, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।