'হালাল মাংস' বিতর্কে উত্তপ্ত ভারতীয় ক্রিকেট

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভারতীয় ক্রিকেটাররা

ভারতীয় ক্রিকেটাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হয়নি। এখন চলছে তার প্রস্তুতি। কিন্তু লাল বলের সিরিজ মাঠে গড়ানোর আগে হালাল মাংসের খাবারের মেন্যু নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

শোনা যাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ‘হালাল মাংস’ খাওয়ার পরামর্শ দিয়েছে তাদের দেশের জাতীয় দলের ক্রিকেটারদের। 

বিজ্ঞাপন

ভারতীয় দলে রয়েছেন মুসলিম ও হিন্দু ক্রিকেটার। তাদের জন্য শূকর ও গরুর মাংস খাদ্যতালিকায় রাখেনি বোর্ড। এই সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিয়েছে ভারতীয় ক্রিকেটাঙ্গনে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকেট ভক্ত-সমর্থকরা। রাজনীতিবিদরাও কথায় উত্তাপ ছড়িয়েছেন। 

বিজ্ঞাপন

তবে বিসিসিআই জানিয়েছে, ক্রিকেটাররা কী খাবেন, তা একান্ত তাদের ব্যাপার। বোর্ড থেকে কোনো খাদ্য তালিকা ধরিয়ে দেওয়া হয় না।

বিসিসিআই'র কোষাধ্যক্ষ অরুণ ধূমাল বলেন, ‘এটা (খাদ্য তালিকা) নিয়ে কখনও আলোচনা হয়নি এবং জোর করে চাপিয়ে দেওয়া হবে না। আমি জানি না যে কখন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা আদৌ নেওয়া হয়েছে কিনা। আমি যতদূর জানি, তাতে আমরা কখনো ডায়েট সংক্রান্ত বিষয়ে কোনো নির্দেশিকা জারি করি না। খাদ্যাভ্যাসের বিষয়টি পুরোপুরি খেলোয়াড়দের ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করে। এক্ষেত্রে বিসিসিআই'র কোনো ভূমিকা নেই।’ 

ধুমাল আরও জানান, ক্রিকেটাররা কি খাবেন সেটা একান্তই তাদের সিদ্ধান্ত, ‘বিসিসিআই কখনো খেলোয়াড়দের পরামর্শ দেয় না যে কী খেতে হবে এবং কী খেতে হবে না। নিজেদের পছন্দের মতো খাবার খাওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের স্বাধীনতা রয়েছে। তারা নিরামিষাশী থাকবেন কিনা, সেটা তাদের ওপর নির্ভর করে। তারা ভেগান হবেন নাকি আমিষ খাবেন, তা পুরোপুরি তাদের পছন্দের বিষয়।’

কানপুরে ২৫ নভেম্বর শুরু হবে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ।