ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি শারমিনের, মেয়েদের পুঁজি ৩২২

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন শারমিন আক্তার

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন শারমিন আক্তার

মাহমুদউল্লাহ রিয়াদরা যখন রয়েছেন হারের বৃত্তে আটকে। আর বাজে পারফরম্যান্সে ব্যর্থতার গল্প লেখায় ব্যস্ত। তখন দেশের মেয়েরা দুর্দান্ত ফর্ম নিয়ে উল্টো রথে চড়ে লিখে চলেছেন সাফল্যগাঁথা।

ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের আগের ম্যাচে নাটকীয়ভাবে পাকিস্তানের মেয়েদের হারিয়ে দিয়েছে সালমা খাতুনরা। এবার যুক্তরাষ্ট্রের মেয়েদের সামনে ফারজানা হকের দল দাঁড় করিয়েছে ৩২২ রানের পাহাড়সম স্কোর।

বিজ্ঞাপন

আর হিমালয়সম পুঁজি করা সম্ভব হয়েছে শারমিন আক্তারের হার না মানা সেঞ্চুরির সুবাদে। বাংলাদেশের এ ওপেনার ১৪১ বলে ১১ বাউন্ডারিতে ১৩০* রানের অনন্য এক ক্রিকেটীয় ইনিংস খেলেন। দেশের নারী ওয়ানডে ক্রিকেটে এটাই প্রথম শতকের রেকর্ড।

তার সঙ্গে ফিফটি হাঁকান ফারজানা হক। ৬২ বলে ৬ বাউন্ডারিতে তিনি পান ৬৭ রানের চমৎকার এক ইনিংসের দেখা। আর ফিফটির কাছাকাছি গিয়েছিলেন মুর্শিদা খাতুন (৪৭)। তবে এ ওপেনার তিন রানের জন্য অর্ধ-শতক থেকে বঞ্চিত হন।

বিজ্ঞাপন

আর ক্যাপ্টেন নিগার সুলতানার ব্যাট থেকে আসে ৩৩ রান। দুর্বার ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা।

যুক্তরাষ্ট্রের হয়ে মোকশা চৌধুরী ২টি উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন গীতিকা কোদালি ওমাহিতা কান্দানালা।