বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল যাচ্ছে ভারতে

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে নামবে বাংলাদেশ। সেজন্য জুনিয়র টাইগারদের চলছে প্রস্তুতি। নতুন এ মিশনকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে ভারতের মাটিতে তিন দলের ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিবে যুবারা।

এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল দিয়েছে বিসিবি। স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন আরও পাঁচজন। তবে দলের অধিনায়কের নাম জানায়নি বোর্ড।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার কলকাতার ফ্লাইট ধরবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কলকাতার ইডেন গার্ডেনের হতে যাওয়া এই টুর্নামেন্টে লাল-সবুজের প্রতিনিধিরা লড়বে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ ও ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে। লড়াই শুরু ২৯ নভেম্বর।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, মেহরব হাসান অহীন, আইচ মোল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহবিজুল ইসলাম, আরিফুল ইসলাম, মুশফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর জামান, তানজিম হাসান, রাকিবুল হাসান, নাঈমুর রহমান, জিশান আলম ও মোহাম্মদ ফাহিম।

বিজ্ঞাপন

স্ট্যান্ডবাই: সাকিব শাহরিয়ার, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব, গোলাম কিবরিয়া ও তৌহিদুল ইসলাম।