আফিফের গায়ে বল ছুঁড়ায় আফ্রিদির জরিমানা
শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফিফ হোসেনের দিকে অযথা বল ছুড়ে মেরেছিলেন শাহীন শাহ আফ্রিদি। অনাকাঙ্ক্ষিত সেই কাণ্ড ঘটিয়ে ফেঁসে গেছেন পাকিস্তানের এ পেসার। অপরাধের শাস্তি হিসেবে এবার ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা গুনলেন তিনি।
অমার্জনীয় সেই অপরাধের কারণে জরিমানার সঙ্গে আফ্রিদিকে তীব্র তিরস্কার করেছে আইসিসি। একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার প্রোফাইলে। আজ রোববার ,২১ নভেম্বর সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক সংস্থা।
আইসিসি’র লেভেল ওয়ানের আচরণবিধি ভেঙেছেন শাহীন শাহ আফ্রিদি। আচরণবিধির ২.৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পাকিস্তানের এ তারকা ক্রিকেটারকে সর্বনিম্ন সাজা দিয়েছে আইসিসি।
মাঠের আম্পায়ার গাজী সোহেল, সোহেল তানভীর, থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও চতুর্থ আম্পায়ার শরফদ্দৌলা ইবনে সৈকত ম্যাচ রেফারির কাছে অভিযোগ দায়ের করেন। আফ্রিদি অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি।
ম্যাচের তৃতীয় ওভারে শাহীন শাহ আফ্রিদির প্রথম বলেই ছক্কা হাঁকান। ছয়টা হজম করতে হয়তো কষ্টই হচ্ছিল পাকিস্তানি এ পেসারের। যেন রেগেই ছিলেন। দ্বিতীয় বলে ড্রাইভ করেন আফিফ। বল চলে যায় শাহীন শাহর হাতে। বল কুড়িয়ে অযথা আফিফের দিকে ছুঁড়ে মারেন সেই রাগ থেকে। বল আঘাত করে আফিফের পায়ে।
রিপ্লেতে দেখা যায়, পপিং ক্রিজের ভেতরেই ছিলেন আফিফ। রান নেওয়ার কোনো চেষ্টাই করেননি। অনর্থক আফিফের দিকে বল ছুঁড়ে মারেন পাকিস্তানের তারকা এ পেসার।
আফিফকে চিকিৎসা দিতে ফিজিও জুলিয়ান ক্যালফেতো মাঠে নামেন। পরে ব্যাটিংও করেন তিনি। এক চার ও এক ছক্কায় ২১ বলে ২০ রান করে শাদাব খানের বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দেন তরুণ এ অলরাউন্ডার।