স্লো ওভার রেটে জরিমানা গুনলেন মাহমুদউল্লাহরা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টাইগার ক্রিকেটাররা

টাইগার ক্রিকেটাররা

টানা দুই ম্যাচ হেরে পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামার আগেই খারাপ খবর পেয়ে যায় টাইগাররা। প্রথম ম্যাচের স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন দেশের ক্রিকেটাররা।

জয়ের কাছাকাছি গিয়েও শুক্রবার মিরপুরে ৪ উইকেটে হার মানে ক্যাপ্টেন মাহমুদউল্লাহর দল। কিন্তু এ ম্যাচে বোলিংটা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ইনিংসের শেষ ওভারটা নির্ধারিত সময়ের পর করায় জরিমানা গুনতে হয়েছে কোচ রাসেল ডমিঙ্গোর শিষ্যদের।

বিজ্ঞাপন

নিয়ম অনুযায়ী স্লো ওভার রেটের জন্য বাংলাদেশের ক্রিকেটারদের সবাইকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। ম্যাচ রেফারি নাইমুর রশিদের কাছে নিজেদের অপরাধের কথা স্বীকার করে নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। যে কারণে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।