জিম্বাবুয়েকে ৪৮ রানে গুটিয়ে দিল সালমারা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট লড়াই

বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট লড়াই

অনেক দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের মেয়েরা। প্রত্যাবর্তনের ম্যাচেই আগুনে বোলিং করলেন জাহানারা আলম, সালমা খাতুন ও নাহিদা আক্তাররা। ত্রয়ীর বোলিং তোপে প্রথম বুলাওয়ায়োতে আজ প্রথম ওয়ানডেতে ২৩.২ ওভারে ৪৮ রানেই গুটিয়ে গেছে জিম্বাবুয়ের মেয়েরা।

জিম্বাবুয়ের হয়ে দুই অঙ্কে পৌঁছান কেবল প্রিসিয়াস মারাঞ্জ। তিনি সাজঘরে ফেরেন ১৭ রান নিয়ে। বাকি ব্যাটাররা থেকে যান সিঙ্গেল ডিজিটে।

বিজ্ঞাপন

একদিনের ক্রিকেটে এই প্রথম কোনো প্রতিপক্ষকে পঞ্চাশের আগে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। ২০১২ সালে বাংলাদেশের কাছে ৭৫ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা।

গত বছরের মার্চে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে দেশের মেয়েরা। পাকিস্তান সফরে সালমারা সর্বশেষ ওয়ানডে খেলে ২০১৯ সালের নভেম্বরে।

বিজ্ঞাপন

টস জিতে বোলিংয়ে নেমে বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন জাহানারা আলম, সালমা খাতুন ও নাহিদা আক্তার।

জিম্বাবুয়ের মাটিতে হতে যাচ্ছে মেয়েদের বিশ্বকাপ বাছাই। তার আগে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে লাল-সবুজের প্রতিনিধিরা।