তৌহিদ হৃদয়ের চোখে বিশ্ব জয়ের স্বপ্ন
জোর গুঞ্জন পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলের চেহারা পাল্টে যাচ্ছে। কয়েকজন তরুণ ক্রিকেটার দলে জায়গা করে নিতে যাচ্ছেন। সেই সম্ভাব্য তরুণ ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ইয়াসির আলী রাব্বি, নাজমুল হোসেন শান্ত, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য পারভেজ হোসেন ইমন ও তৌহিদ হৃদয়।
আসন্ন পাকিস্তান সিরিজের প্রস্তুতির জন্য মিরপুরে এই তরুণ ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন নতুন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের অধীনে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজে ডাক পাবেন কিনা সেটা অবশ্য নিশ্চিত নন তৌহিদ হৃদয়। তবে জাতীয় দলে সুযোগ পেলে সেটা কাজে লাগাতে চান এ তরুণ এ ক্রিকেটার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের সুখস্মৃতিকে সঙ্গী করে হৃদয় জিততে চান মূল বিশ্বকাপ।
আজ মঙ্গলবার, ৯ নভেম্বর মিরপুরে সাংবাদিকদের হৃদয় বলেন, ‘যতদিন ক্রিকেট খেলব ততদিনই এটা (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ) আমাদের আত্মবিশ্বাস দেবে। কিভাবে বিশ্বকাপ জিততে হয় সেই কাজ আমরা করেছি। আমরা সুযোগ পেলে মূল বিশ্বকাপ জিতব।’
পাকিস্তান সিরিজের দলে ডাক পাওয়া না পাওয়াতে কিছুই আসে যায় না হৃদয়ের। পুরো ব্যাপারটা ছেড়ে দিয়েছেন তিনি বোর্ডের ওপর। তবে অনুশীলনের সুযোগটা কাজে লাগাতে চান এ তরুণ তুর্কি, ‘সুযোগ পাওয়া বা না পাওয়া আমার হাতে নেই। আমার কাজ হলো অনুশীলন। এখানে সুযোগ কাজে লাগাতে চাই। জাতীয় দলের পরিবেশ ও সুযোগ-সুবিধা ভালো করে কাজে লাগানোর চেষ্টা করছি।’
বিশ্বকাপে টাইগারদের ভরাডুবি নিয়ে ভাবনা নেই তৌহিদ হৃদয়ের। তার দৃঢ় বিশ্বাস, পাকিস্তান সিরিজে টাইগাররা ঘুরে দাঁড়াবে, ‘আমি ব্যক্তিগতভাবে এটাকে আমাদের জন্য খুব ভালো একটা সুযোগ হিসেবে অনুভব করছি। ভালো খারাপ হতেই পারে, ইনশাআল্লাহ্ দল ঘুরে দাঁড়াবে। যে সুযোগ পেয়েছি তা কাজে লাগানোর চেষ্টা করব। হতে পারে অনুশীলন, হতে পারে সবকিছু। সিনিয়র ভাইদের কাছ থেকে শেখার চেষ্টা করব।’