টাইগারদের ঘুরে দাঁড়াতে সময় লাগবে: সুজন
বিশ্বকাপে বড় এক ধাক্কা খেয়ে এসেছে বাংলাদেশ। দুঃস্বপ্নের বিশ্বকাপ মিশন শেষে তাই দলে আসছে পরিবর্তন। নতুন টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন খালেদ মাহমুদ সুজন।
দায়িত্ব পেয়েই নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী রাব্বি, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি ও তানভীর ইসলামের মতো তরুণ ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন সুজন। বলা হচ্ছে, পাকিস্তান সিরিজের দলে তাদের রাখাই এখন লক্ষ্য।
সঙ্গে কোচিং স্টাফে যুক্ত হচ্ছেন নতুন কোচ। কিন্তু তাই বলে রাতারাতি দলের পারফরম্যান্স বদলে যাবে না। দলের পারফরম্যান্সে পরিবর্তন আসতে সময় লাগবে। এজন্য ধৈর্য ধরতে হবে। খালেদ মাহমুদ সুজন জানালেন তেমনটাই, ‘টি-টোয়েন্টি একটা সংস্করণ, যেখানে আমরা নতুনদের এক্সপোজার দিতে পারি। কারণ ওয়ানডে দলটা সেট, টেস্টেও ভালো দল সেট করা আছে। তরুণদের এক্সপোজার দিতে হলে এই ফরম্যাটেই একটা সুযোগ আছে। যেহেতু এখানে আমরা ভালো করছি না। এই ছেলেরা খেললেই যে ভালো করবে, তা নয়। তৈরি করার ব্যাপার আছে। পর্যায়ক্রমে করতে হবে, আস্তে আস্তে।’
ভালো ফলের জন্য সময় লাগবে। এজন্য সুজন সবাইকে ধৈর্য ধরতে বললেন, ‘তাড়াহুড়ো করে তো কিছু হবে না। ধাক্কা তো একটা এসেছেই, আমরা ভালো করিনি। তবে এটা তো রকেট সায়েন্স নয় যে হঠাৎ করেই পরিবর্তন চলে আসবে আর আমরা জিততে আরম্ভ করব। সময়সাপেক্ষ ব্যাপার, ধৈর্য ধরতে হবে।’
দলে এখন কিছু পরিবর্তন আসবে ঠিকই তবে বড়সড় পরিবর্তন আসবে মাস দুয়েক পর। খালেদ মাহমুদ সুজন দিলেন তেমন আভাস, ‘যারা এখানে করছে (অনুশীলন), সবারই সামর্থ্য আছে। বাইরে আরও কিছু ছেলে আছে, আস্তে আস্তে হবে। পরিবর্তন অবশ্যই হবে, হওয়াটাই স্বাভাবিক। হয়তো জানুয়ারিতে একটা পরিবর্তন আসতে পারে। তবে যেহেতু এই সিরিজটা কাছে, বড় পরিবর্তন যে হবে, তা নয়। তবে কিছু পরিবর্তনের সম্ভাবনা আছে।’
জাতীয় দলের কোচিং স্টাফে নিয়োগ পেতে পারেন দেশের অন্যতম সেরা ক্রিকেট কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিসিবি তাকে দলে যুক্ত করতে চায়। খবরটি নিশ্চিত করেছেন সুজন, ‘আছে তো অবশ্যই (সালাউদ্দিনকে যুক্ত করার সম্ভাবনা), সেজন্য চেষ্টা করছি। যদিও এটা সালাউদ্দিনের ব্যাপার কাজ করবে কিনা। আমরা চাই ওকে বাংলাদেশের সেটআপের সঙ্গে যুক্ত করতে।’