ভারতকে বিদায় করে সেমিতে নিউজিল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কেন উইলিয়ামসন

কেন উইলিয়ামসন

লক্ষ্যটা ছিল সহজ। তাই নিউজিল্যান্ড জয়ের বন্দরে পৌঁছে গেল হেসেখেলে। আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে তারা ৮ উইকেটের বড় ব্যবধানে। ১১ বল হাতে রেখে অনায়াস এ জয় দিয়ে সেমি-ফাইনালের টিকিট ছিনিয়ে নিল কিউইরা।

নিউজিল্যান্ড জেতায় টুর্নামেন্ট থেকে বিদায় নিল বিরাট কোহলির ভারত। ফলে নকআউট পর্বে আগে থেকে শেষ চার নিশ্চিত করা পাকিস্তানের সঙ্গী হলো কেন উইলিয়ামসনরা।

বিজ্ঞাপন

পাঁচ ম্যাচে চার জয় ও এক হারে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ টু’র শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। চার ম্যাচে টানা চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে রানরেটের ব্যবধানে পিছিয়ে থেকে এখন দ্বিতীয় স্থানে রয়েছে অজেয় পাকিস্তান। রাতে স্কটল্যান্ডকে হারালে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে যাবে বাবর আজমরা। ফলে শেষ ম্যাচে নামিবিয়াকে হারালেও ভারতের কোনো লাভ হবে না। কোহলির সংগ্রহ দাঁড়াবে ৬।

নিউজিল্যান্ডের বাকি কাজটা সারেন ক্যাপ্টেন কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে। উইলিয়ামসন ৪২ বলে ৪০* রানের হার না মানা চমৎকার ইনিংসটি সাজান তিন বাউন্ডারিতে।

বিজ্ঞাপন

৩৬* রানে অপরাজিত থেকে উইলিয়ামসনকে সঙ্গ দিয়ে যান কনওয়ে। তার ৩২ বলের ইনিংসে ছিল চারটি বাউন্ডারি। তাতেই ১৮.১ ওভারে দুই উইকেট হারিয়ে ১২৫ রানের লক্ষ্যটা ছুঁয়ে ফেলে নিউজিল্যান্ড। আফগানদের হয়ে একটি করে উইকেট নেন রশিদ খান ও মুজিব উর রহমান।

আফগানিস্তানের ব্যাটিংয়ের শুরুটা ছিল খুবই বাজে। ১৯ রানে তারা হারিয়ে ফেলে ৩ উইকেট। পরে ব্যাটিং লাইন-আপের হাল ধরেন নাজিবুল্লাহ জাদরান। হাঁকান দুরন্ত এক ফিফটি। সুবাদে আফগানরা কোনোমতে ১২৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে নিউজিল্যান্ডের সামনে।

নাজিবুল্লাহ জাদরান ৪৮ বলে ৬ বাউন্ডারি ও এক ছক্কায় খেলেন ৭৩ রানের দুরন্ত এক ক্রিকেট ইনিংস। সঙ্গে গুলবাদিন নাইব ১৫ ও ক্যাপ্টেন মোহাম্মদ নবী এনে দেন ১৪ রান। আফগানদের বাকি ব্যাটসম্যানরা কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

নাজিবুল্লাহর ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রানের পুঁজি গড়ে আফিগানিস্তান। তিন উইকেট শিকার করেন ম্যাচসেরা ট্রেন্ট বোল্ট। দুটি উইকেট নেন টিম সাউদি। একটি করে উইকেট যায় অ্যাডাম মিলনে, জেমস নিশাম ও ইশ সোধির পকেটে।

আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান।