নতুন কোচের সন্ধানে বিসিবি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বাংলাদেশ ক্রিকেট বোর্ড

কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বিশ্বকাপে যাচ্ছেতাই বাজে পারফরম্যান্সের পর বোর্ড তার ওপর আস্থা রাখতে পারছে না। ক্রিকেট সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক সবাই নাখোশ এ প্রোটিয়া কোচের ওপর। 

দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে দলে পক্ষপাতিত্বের। আর তার সঙ্গে দলের সিনিয়র ক্রিকেটারদের মনোমালিন্যের বিষয় তো এখন স্পষ্ট। 

বিজ্ঞাপন

যে কারণে ক্ষতিপূরণ দিয়ে হলেও ডমিঙ্গোকে ছেড়ে দিতে চায় বিসিবি। ডমিঙ্গোকে সরিয়ে দিয়ে তার বদলে আনতে চায় নতুন কোচ। ডমিঙ্গোর উত্তরসূরি হিসেবে চন্ডিকা হাথুরুসিং'র কথা ভাবছে বোর্ড। কোচ হওয়ার দৌড়ে আছেন জেমি সিডন্সও।

হাথুরুসিংকে অবশ্য এখনই পাচ্ছে না বিসিবি। আগের চুক্তি অনুযায়ী আগামী আগস্টের আগে নতুন কোনো দলের সঙ্গে সংযুক্ত হতে পারবেন না তিনি। আর সিডন্সকে দেয়া হয়েছে ব্যাটিং কোচের প্রস্তাব। তিনিও আগামী মৌসুমের আগে যোগ দিতে পারবেন না। 

বিজ্ঞাপন

তবে কোচ খোঁজার মূল দায়িত্ব পড়েছে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাঁধে। তিনি খুঁজে বেড়াচ্ছেন পাওয়ার হিটিং কোচ। 

টি-টোয়েন্টিতে বাংলাদেশ আগে থেকেই দুর্বল। তারওপর দলে নেই কোনো পাওয়ার হিটার। সেই দুর্বলতা কাটিয়ে উঠতেই নতুন পাওয়ার হিটিং কোচের সন্ধানে নেমেছেন সুজন।