টাইগারদের টিম ডিরেক্টর সুজন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

খালেদ মাহমুদ সুজন

খালেদ মাহমুদ সুজন

দুঃস্বপ্নের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছে টাইগাররা। এবারের আসরে যাচ্ছে তাই বাজে পারফরম্যান্সের কারণে দলের কাঠামোতে এলো এক পরিবর্তন। 

খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের প্রধান জালাল ইউনুস খবরটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগেও জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের সদস্য হিসেবে কাজ করেছেন সুজন। তবে তখন দলের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন তিনি। তার দায়িত্বও ছিল সীমিত।

নতুন পদে সুজনের দায়িত্বের পরিসর বেড়েছে। টিম ডিরেক্টর হিসেবে কোচ ও অধিনায়কের সঙ্গে দলীয় ব্যবস্থাপনার অংশ নিবেন তিনি। দল নির্বাচন, ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্রিকেটীয় সিদ্ধান্ত নিতে পারবেন সুজন।

বিজ্ঞাপন

জালাল ইউনুস বলেন, ‘দল নির্বাচনে থাকে টিম ডিরেক্টর। ম্যানেজমেন্টের একজন সদস্য হিসেবে অধিনায়ক, কোচের সঙ্গে তিনিও থাকবেন।’

আসন্ন পাকিস্তান সিরিজে নতুন দায়িত্বে যোগ দিবেন সুজন। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ১৬ নভেম্বর ঢাকায় পা রাখবে পাকিস্তান টিম। সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে তারা।