স্কটিশদের গুড়িয়ে দিয়েছে ভারত

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রোহিত শর্মা ও লোকেশ রাহুল

রোহিত শর্মা ও লোকেশ রাহুল

স্কটল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে ভারত। দাপুটে এ জয় এসেছে ৮১ বল হাতে রেখে। লক্ষ্য ছুঁতে বিরাট কোহলিদের লেগেছে মাত্র ৬.৩ ওভার। এ জয়ে ভারতের সেমি-ফাইনালের আশাও জিইয়ে রইল। 

দুরন্ত বোলিংয়ের পর ভারতের ব্যাটিংটাও হলো দাপুটে। রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের অনবদ্য উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত পায় ভারত। বাকি কাজটা সারেন দুই ব্যাটসম্যান বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। ৬.৩ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে লক্ষ্য টপকে ভারত তুলে ফেলে ৮৯ রান। 

বিজ্ঞাপন

দুরন্ত এক ফিফটি এনে দেন লোকেশ রাহুল। ১৯ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫০ করে সাজঘরে ফেরেন তিনি। আর ৩০ রান সংগ্রহ করেন রোহিত শর্মা।

মার্ক ওয়াট ও ব্রাড হুইট একটি করে উইকেট নেন।

বিজ্ঞাপন

শুরুতে বল হাতে দাপট দেখান মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা। তাদের সঙ্গে যোগ দেন জাসপ্রিত বুমরাহও। ত্রয়ীর আগুনে বোলিং আক্রমণ দাঁড়াতেই পারেনি স্কটিশরা। গুটিয়ে গেছে মাত্র তারা মাত্র ৮৫ রানে।

স্কটল্যান্ডের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার জর্জ মুনশী। ২১ রান আসে মাইকেল লিস্কের ব্যাট থেকে। 

কালাম ম্যাকলিড ১৬ ও মার্ক ওয়াট ১৪ রান যোগ করেন দলীয় স্কোর। তাতেই ১৭.৪ ওভারে ৮৫ রানে গুটিয়ে যায় স্কটিশদের ব্যাটিং অভিযান।

মোহাম্মদ শামি রবীন্দ্র জাদেজা শিকার করেন তিনটি করে উইকেট। দুজনে রান খরচ করেন সমান ১৫। দুটি উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। 

তার আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।