দুঃস্বপ্ন সঙ্গী করে টাইগাররা ঢাকায়

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টাইগার ক্রিকেটাররা

টাইগার ক্রিকেটাররা

দুঃস্বপ্নের বিশ্বকাপ মিশন শেষ করে আজ দেশে ফিরেছেন ক্রিকেটাররা। তবে পুরো দল আসেনি। স্কোয়াডের প্রথম গ্রুপ আজ শুক্রবার ঢাকায় পা রেখেছে। বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ক্রিকেটাররা।

প্রথম ধাপে এসেছেন শরিফুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আফিফ হোসেন ও শামীম হোসেন পাটোয়ারী। বিসিবি চিকিৎসক ও মিডিয়া ম্যানেজারও এসেছেন সঙ্গে।

বিজ্ঞাপন

দ্বিতীয় ধাপে রাত ১১টায় ফেরার কথা রয়েছে সৌম্য সরকার, নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসানের।

তবে আমিরাতে থেকে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ। পরিবারকে সময় দিতেই ছুটি নিয়েছেন এ চার ক্রিকেটার।
পিঠের চোট নিয়ে আগেই দেশে ফিরে এসেছেন তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আর চোট নিয়ে দর্শক হয়ে যাওয়া সাকিব আল হাসান পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে।

বিজ্ঞাপন

প্রধান কোচ রাসেল ডমিঙ্গোসহ কোচিং স্টাফের সবাই নিজ নিজ দেশে যাচ্ছেন ছুটিতে। পাকিস্তান সিরিজ সামনে রেখে তারা বাংলাদেশে আসবেন ১১ নভেম্বর।

বিশ্বকাপের বাছাইপর্বে তিন ম্যাচে দুটি জয়। আর স্বপ্নের সুপার টুয়েলভ তো হয়ে গেছে দুঃস্বপ্ন। জয় নেই একটিও। সেই দুঃসহ স্মৃতি সঙ্গী করে আজ বিকেলে দেশে ফিরেছেন টাইগাররা।