ব্যাটিং হয়েছে যাচ্ছে তাই বাজে: মাহমুদউল্লাহ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম জয়ের খোঁজে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু লক্ষ্য পূরণ হলো না। ৮৪ রানে গুটিয়ে গিয়ে জয়টা অধরাই থেকে গেল। দক্ষিণ আফ্রিকার কাছে দল হার মানল ৬ উইকেটে। ফলে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টির এ বৈশ্বিক এ আসর থেকে বিদায় নিশ্চিত হলো লাল-সবুজের প্রতিনিধিদের।

দলের এ ভরাডুরি কারণ বাজে ব্যাটিং। দলের চার জন ব্যাটসম্যান আউট হন শূন্য রানে। যার তিন জনই-সৌম্য সরকার, আফিফ হোসেন ও নাসুম আহমেদ মেরেছে গোল্ডেন ডাক। মুশফিক শূন্য রানে বিদায় নিলেও তিন বল মোকাবেলা করেন। বাকি যারা দুই অঙ্ক ছুঁয়েছেন তারাও বড় স্কোর গড়তে পারেননি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যাটিং ব্যর্থতার কথা শিকার করে নিলেন ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বিজ্ঞাপন

মাহমুদউল্লাহ বলেন, ‘প্রথম অর্ধে বল করার জন্য উইকেট ছিল চমৎকার। আমরা মাঝে মোটেই ভালো করতে পারেনি। ব্যাটিংটা হয়েছে যাচ্ছে তাই বাজে। কিন্তু বলা হচ্ছিল উইকেটটা ছিল যথেষ্ট সহায়ক।’ 

মুস্তাফিজুর রহমানকে দলের বাইরে রেখে টিম ম্যানেজমেন্ট একাদশে রাখে পেসার তাসকিন আহমেদকে। ফিজকে বাদ দেওয়ার কারণও ব্যাখ্যা করলেন মাহমুদউল্লাহ, ‘তাসকিন টুর্নামেন্টে খুব ভালো বল করেছে। তাসকিন ও মুস্তাফিজের মধ্যে আমাদের একজনকে বেছে নিতে হতো। আমরা তাসকিনকে বেছে নিয়েছি কারণ সে ভালো বোলিং করে যাচ্ছিল।’

বিজ্ঞাপন

শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও পারেনি টাইগাররা। তীরে এসে তরী ডুবিয়ে দেয়। মাহমুদউল্লাহর কণ্ঠে ঝরল সেই আক্ষেপের সুর, ‘এটা খুব হতাশজনক। আমরা দুটি ম্যাচ জিততে জিততেও হেরে গেছি। আমরা যদি ওই ম্যাচগুলো জিততে পারতাম। তাহলে গল্পটা অন্যরকম হলেও হতে পারতো।’