৮৪ রানে বিধ্বস্ত টাইগাররা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মেহেদী হাসান

মেহেদী হাসান

উদ্বোধনী জুটিতে দুরন্ত ব্যাটিংয়ের আভাস দিয়েছিল টাইগাররা। কিন্তু দলীয় ২২ রানে মোহাম্মদ নাঈম শেখ বিদায় নিলে ভাঙে ওপেনিং জুটি। ৯ রান নিয়ে নাঈম ফিরলেই ছন্নছাড়া হয়ে পড়ে বাংলাদেশ। অবিশ্বাস্য রকমের এলোমেলো ব্যাটিংয়ে ধসে পড়তে থাকেন টাইগাররা ব্যাটসম্যানরা। দক্ষিণ আফ্রিকার আগুনে বোলিংয়ে টাইগাররা ১৮.২ ওভারে গুঁড়িয়ে যায় ৮৪ রানে।

উইকেটের এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং লড়াইটা চালিয়ে যান ওপেনার লিটন দাস। অন্য প্রান্তে টাইগারদের ব্যাটসম্যানরা তাসের ঘরের মতো উড়ে যেতে থাকেন। ক্যাগিসো রাবাদা, আনরিচ নর্টজে ও তাবরাইজ শামসি বোলিংয়ে তোপ দাগতে থাকেন। তাদের ছোড়া প্রতিটি বল যেন আগুনের গোলা হয়ে সৌম্য-মুশফিকদের ব্যাটে আঘাত করছিল। তাতে দেশের ক্রিকেটাররা হাঁফফাঁস করছিল।

বিজ্ঞাপন

ধীর গতির ব্যাটিংয়ে ৩৬ বলে ১ বাউন্ডারিতে কোনোমতে ২৪ রান সংগ্রহ করে তাবরাইজ শামসির এলবিডব্লির ফাঁদে পড়ে যান লিটন। ২৫ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ রান করে বোলার আনরিচ নর্টজের হাতেই ক্যাচ দিয়ে ফেরেন মেহেদী হাসান।

২০ বলে ১১ রান করে শামসির বলে কেশব মহারাজের তালুবন্দী হন অভিষিক্ত শামীম হোসেন। বাকি ব্যাটসম্যানরা যারপরনাই ব্যর্থ। কেউ দুই ডিজিটেরও দেখা পাননি। তাদের মধ্যে চার জন আউট হন শূন্য রানে। তিন জনই-সৌম্য সরকার, আফিফ হোসেন ও নাসুম আহমেদ মেরেছে গোল্ডেন ডাক। মুশফিক শূন্য রানে বিদায় নিলেও তিন বল মোকাবেলা করেন। শূন্য রানে অপরাজিত থেকে যান শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট শিকার করেন ক্যাগিসো রাবাদা ও আনরিচ নর্টজে। দুটি উইকেট পান তাবরাইজ শামসি।