ব্যাটিংয়ে টাইগাররা, শামীমের বিশ্বকাপ অভিষেক, মুস্তাফিজ বাদ
টস ভাগ্য সহায় হয়নি ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদদের। টস জিতেছে দক্ষিণ আফ্রিকা। শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টেম্বা বাভুমা। তাই তো প্রথমে ব্যাট হাতে মাঠে নামছে বাংলাদেশ।
টাইগারদের একাদশে দুটি পরিবর্তন এসেছে। ইনজুরিতে থাকা সাকিব আল হাসানের জায়গায় দলে ঢুকেছেন শামীম হোসেন পাটোয়ারী। এ ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে তরুণ এ ক্রিকেটারের। মুস্তাফিজুর রহমানের বদলে একাদশে রয়েছেন স্পিনার নাসুম আহমেদ।
এই প্রথম বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে ২০০৭ সাল থেকে টি-টোয়েন্টির এ বৈশ্বিক আসরে লাল-সবুজের প্রতিনিধিদের সবগুলো ম্যাচেই খেলেন সাকিব।
শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে টানা তিন ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে টাইগারদের। সেমি-ফাইনালের আশা বলতে গেলে শেষ। বাকি দুই ম্যাচ এখন শুধুই আনুষ্ঠানিকতা। তবে সেই সুযোগগুলো কাজে লাগাতে চায় বাংলাদেশ। আজ হারলে কাগজে-কলমে শেষ চারের যে সম্ভাবনা টিকে আছে সেটাও শেষ হয়ে যাবে। জিততে সেটা হবে সান্ত্বনার জয়।
বাংলাদেশ এখনো পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছে সবে ৬টি। টাইগাররা আজ দুই দলের মুখোমুখি লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে প্রথম হারের স্বাদ দিতে চায়। আর এবারের বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম জয় ছিনিয়ে নিতে চায় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: রিজা হেনড্রিকস, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাসি ফন ডার ডাসেন, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, অ্যানরিচ নরকিয়া, তাবরাইজ শামসি