বিদায়ের শঙ্কায় ভারত, আছে সেমির সম্ভাবনাও
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যার পর নাই বাজে অবস্থা এখন ভারতের। টানা দুই ম্যাচ হেরে ক্যাপ্টেন বিরাট কোহলির দল এখন রয়েছে বৈশ্বিক এ টি-টোয়েন্টি ক্রিকেট আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কায়।
প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে গুঁড়িয়ে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে রীতিমতো ৮ উইকেটে ধসে গেছে ভারতীয়রা। টানা দুই হারে লজ্জায় ডুবে আছে দ্য মেন ইন ব্লু শিবির।
টানা দুই ম্যাচ হারলেও এখনো সেমি-ফাইনালের আশা টিকে রয়েছে ভারতের। শেষ চারের টিকিট পেতে হলে বাকি তিনটি ম্যাচে তাদের যে করেই হোক জিততেই হবে। ভারতের বাকি তিন ম্যাচের প্রতিপক্ষ অবশ্য তুলনামূলকভাবে তাদের চেয়ে অনেক পিছিয়ে- আফগানিস্তান, স্কটল্যান্ড আর নামিবিয়া।
এই তিন দলের মধ্যে শক্তি আর ফর্মে এখন বেশ এগিয়ে আফগানিস্তান। পরের ম্যাচে ভারত যদি কোনো কারণে আফগানদের কাছে হেরে যায় তাহলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে রোহিত শর্মাদের।
ভারতের শুধু বাকি তিন ম্যাচ জিতলেই হবে না। প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও আফগানদের হার কামনা করতে হবে। প্রার্থনা করতে হবে অন্তত একটি ম্যাচে যেন পা হড়কায় নিউজিল্যান্ডের। কিন্তু এখন যে দুর্বার ফর্মে রয়েছে তাতে করে কিউইদের হারের সুযোগ নাই বললেই চলে।
তবে শেষ চারে খেলার সুযোগ রয়েছে আফগানিস্থানেরও। তাদের পরের দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে। দুটির মধ্যে একটি ম্যাচ জিততে পারলে সম্ভাবনা তৈরি হবে তাদের জন্যও। কেননা পয়েন্ট তালিকা রান রেটে অনেক এগিয়ে তারা।
সুপার টুয়েলভের গ্রুপ টুতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এখন টুর্নামেন্টে অপ্রতিরোধ্য হয়ে উঠা পাকিস্তান। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আফগানিস্থান। দুই পয়েন্ট করে নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে নিউজিল্যান্ড ও নামিবিয়া। এখনো পর্যন্ত কোনো পয়েন্ট না পেয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে ভারত ও স্কটল্যান্ড।