হাসারাঙ্গার হ্যাটট্রিকের পরও জিতল প্রোটিয়ারা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ক্যাগিসো রাবাদার বাঁধভাঙা জয়ের উল্লাস

ক্যাগিসো রাবাদার বাঁধভাঙা জয়ের উল্লাস

ওয়ানিন্দু হাসারাঙ্গার দুরন্ত হ্যাটট্রিকে জয়ের দ্বারপ্রান্তেই পৌঁছে গিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু দক্ষিণ আফ্রিকা সেটা হতে দেয়নি। লঙ্কানদের হাত থেকে জয় ছিনিয়ে নিয়েছে প্রোটিয়ারা। জয়টা এসেছে ৪ উইকেটে। এবং সেটা এক বল হাতে রেখেই।

টেম্বা বাভুমার দাপুটে ব্যাটিংয়ে ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য টপকে ১৪৬ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা। ক্যাপ্টেন বাভুমা এক বাউন্ডারি ও এক ছক্কায় ৪৬ বলে খেলেন ৪৬ রানের দাপুটে এক ইনিংস। সঙ্গে ২৩* রানে অপরাজিত থেকে যান ডেভিড মিলার।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার হয়ে তিনটি উইকেট শিকার করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১৫তম ওভারের শেষ বলে উইকেট নেন তিনি। পরে ১৮তম ওভারের প্রথম দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন হাসারাঙ্গা। দুটি উইকেট যায় দুষ্মন্ত চামিরার পকেটে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ওপেনার পাথুম নিসানকার দুর্বার ফিফটিতে সবকটি উইকেট হারিয়ে ১৪২ রানের পুঁজি গড়ে শ্রীলঙ্কা। ৫৮ বলে ছয় ছক্কা আর ৩ বলে ৭২ রানের দাপুটে এক ইনিংস খেলেন নিসানকা। ২১ রান করেন চারিথ আসালাঙ্কা। আর ১১ রান আসে ক্যাপ্টেন দাসুন শনাকার ব্যাট থেকে।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট শিকার করেন তাবরাইজ শামসি ও ডোয়াইন প্রিটোরিয়াস। আনরিচ নর্টজে নেন দুটি উইকেট।