ক্যাচ মিস দুশ্চিন্তার কারণ: মাহমুদউল্লাহ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলেছে টাইগারদের ক্যাচ মিসের মহড়া। ক্যাচ মিসে ম্যাচও মিস হয়ে গেছে বাংলাদেশের। নিলে বড় ব্যবধানেই জিততে পারত বাংলাদেশ। 

ক্যারিবিয়ান ইনিংসের ১৯তম ওভারে জেসন হোল্ডার ১ রানে জীবন ফিরে পান। পরে ৫ বলে ১৫ রানের ঝড়ো ইনিংস খেলে সাবেক এ অধিনায়ক। 

বিজ্ঞাপন

তার আগে ৯ রানে রোস্টন চেজের ক্যাচ মিস করেন শেখ মেহেদী হাসান। ২৭ রানে ফের মেহেদীর কাছে ক্যাচ তুলে দিয়েও বেঁচে যান চেজ। খেলেন ৩৯ রানের ইনিংস। এখন পর্যন্ত লাল-সবুজের প্রতিনিধিরা মিস করেছে সব মিলিয়ে ৯টি সহজ ক্যাচ।

ক্যাচ মিস করলেও সতীর্থদের সাফাই গাইলেন মাহমুদউল্লাহ। বললেন ইচ্ছে করে কেউ ক্যাচ ছাড়ে না, ‘দলের সেরা ফিল্ডাররাও গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাচ মিস করে। কেউ তো আর ইচ্ছে করে ক্যাচ মিস করে না। আমরা তো আশা করি ওরা সুযোগগুলো কাজে লাগাবে। যেহেতু প্রতি ম্যাচে ভুলগুলো করছি, অবশ্যই এটা একটা দুশ্চিন্তার কারণ। আমার তো মনে হয় আমাদের ক্যাচিং আরও ভালো করতে হবে এবং করা উচিৎ।’

বিজ্ঞাপন

মাহমুদউল্লাহ জানান, দুর্ভাগ্যবশত ক্যাচ মিস হয়ে গেছে। তবে ক্যাচিংয়ে আরও ভালো করার তাগিদ দিলেন ক্যাপ্টেন, ‘আমার তো মনে হয় যে আমাদের ক্যাচিং আরও ভালো করতে হবে এবং করা উচিত। না আসলে এগুলো টেকনিকাল কনসার্ন না। রেগুলেশন ক্যাচই ছিল দুর্ভাগ্যবশত মিস হয়ে গেছে।’