সেমি-ফাইনালের আশাটা এখন ক্ষীণ: মাহমুদউল্লাহ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ

ওয়েস্ট ইন্ডিজ ছুঁড়ে দিয়ে ছিল ১৪৩ রানের লক্ষ্য। কিন্তু সেই সহজ লক্ষ্যটাই চ্যালেঞ্জিং হয়ে গেছে টাইগারদের জন্য। যার ফল ৩ রানের দুঃখজনক হার। 

জয়ের কাছাকাছি এসেও হার। কিন্তু কেন? ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ উত্তরে দিলেন উইকেটের দোহাই, ‘উইকেট কিছুটা ডিফিকাল্ট ছিল। কারণ আমরা যখন বোলিং শুরু করেছিলাম- ব্যাক অব লেন্থে বোলিং করা হচ্ছিল। তো উইকেটে বলও সেভাবে আসছিল না, বলও বাউন্স হচ্ছিল না, উইকেটও কিছুটা লো ছিল। এটা আমরা বুঝতে পেরেছিলাম, সেভাবেই বোলিং করছিলাম আমরা। বোলাররা ভালোই করছিল। আমার মনে হয় যে এক দুইটা চান্স এসেছিল সেগুলো যদি নিতে পারতাম তাহলে অন্তত দশটা রান কম হতো।’

বিজ্ঞাপন

স্বপ্ন ছিল সেমি-ফাইনালে খেলার। কিন্তু শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে দুই ম্যাচ বাকি থাকতেই সেই স্বপ্ন ভেঙে চুরমার। 

সামনে আরও দুটি ম্যাচ টাইগারদের। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দুটি এখন কেবলই নিয়ম-রক্ষার।  

বিজ্ঞাপন

মাহমুদউল্লাহ রিয়াদের কাছে সামনের ম্যাচ দুটি কেবলই আনুষ্ঠানিকতার ম্যাচ নয়। অনেক কিছু পাওয়ার ম্যাচ। হতাশা দূর করে জয়ের ফেরার সুযোগ। হোক না সেটা সান্ত্বনার, ‘দেখুন, এখনো অনেক কিছুই পাওয়ার আছে। যদিও সেমি-ফাইনালের আশাটা ক্ষীণ হয়ে গেছে কিন্তু দুইটা ম্যাচ আছে। এই দুইটা ম্যাচ যদি জিততে পারি ইনশা আল্লাহ দলের জন্য ভালো কিছু একটা হবে এবং আমরা চেষ্টা করছি সবাই, মরিয়া হয়েই চেষ্টা করছি। মাঠে শতভাগ দেয়ার কমিটমেন্ট দেয়ারই চেষ্টা করছি। তবে ভুল হচ্ছে কিন্তু দুটো ম্যাচ জেতার চেষ্টা করব।’