লিটন যদি ছক্কা পেত: মাহমুদউল্লাহ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হতাশ মাহমুদউল্লাহ রিয়াদ

হতাশ মাহমুদউল্লাহ রিয়াদ

ফের তীরে এসে তরী ডুবিয়ে হতাশ করল টাইগাররা। ভক্ত-সমর্থকদের দুঃখের সাগরে ভাসিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে নাটকীয়ভাবে ৩ রানে হার মানল বাংলাদেশ। ১৯তম ওভারের শেষ বলে লিটন দাস বিশাল এক শটই নিয়ে ছিলেন। ডোয়াইন ব্রাভোর বলে জেসন হোল্ডারের তালুবন্দী হয় সেই শট। দরকারী মুহূর্তে মহামূল্যবান এক ছক্কা থেকে বঞ্চিত হয় টাইগাররা। সঙ্গে বঞ্চিত হয় জয় থেকেও।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদউল্লাহ করলেন লিটনের সেই ছক্কা না পাওয়ার আক্ষেপ, ‘আমার মতে, লিটনের উইকেটটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সেটা যদি ছক্কা হতো। আপনার দলে (হোল্ডারের মতো) লম্বা ফিল্ডার থাকার সুবিধাই এটি।’

বিজ্ঞাপন

শুরুতে টাইগাররা ভালো বোলিং করলেও সেই দাপটটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। প্রথম ১৪ ওভারে দেশের ক্রিকেটাররা দেয় মাত্র ৭০ রান। কিন্তু শেষের ছয় ওভারেই ওয়েস্ট ইন্ডিজ কেড়ে নেয় ৭২ রান। তিন ক্যাচের সঙ্গে একটি স্ট্যাম্পিংও মিস করে লাল-সবুজের প্রতিনিধিরা। এই বিষয়গুলোও ব্যবধান গড়ে দিয়েছে দুদলের মধ্যে।

এ নিয়ে ক্যাপ্টেন মাহমুদউল্লাহ বলেন, ‘আমি বলবো বোলাররা বেশ ভালো করেছে। আমরা বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছি। যার ফলে ১০-১৫ রান বাড়তি হয়েছে। ক্যাচ মিস করা একটি বড় ইস্যু। এদিকে আমাদের উন্নতি করতে হবে।’

বিজ্ঞাপন