বাংলাদেশের সামনে আজ ক্যারিবিয়ান বাধা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট  লড়াই

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট লড়াই

সুপার টুয়েলভে এখনো জয়ের দেখা নেই বাংলাদেশের। অধরা সেই জয়ের দেখা পেতে আজ মাঠে নামছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ আজ ওয়েস্ট ইন্ডিজ। দুদলের মাঠের লড়াই শুরু বিকেল ৪টায়। 

ক্যারিবিয়ানদের বিপক্ষে আজ যে করেই হোক জয় পেতে চায় টাইগাররা। খেলায় ফিরতে নিজেদের সেরাটা উজাড় করে দিতে একটি জয় যে খুবই জরুরি। আজ জয় পেলে যে জিইয়ে থাকবে লাল-সবুজের প্রতিনিধিদের সেমি-ফাইনালের স্বপ্ন। পরের দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্বার পারফরম্যান্স উপহার দিতে পারবেন মাহমুদউল্লাহ রিয়াদরা। 

বিজ্ঞাপন

নাসুম আহমেদের কথায় মিলেছে তারই আভাস, ‘আমাদের আরও তিনটা ম্যাচ আছে। এখান থেকে একটা ম্যাচ জিততে পারলে বাকি দুটি ম্যাচেও আমরা ভালো করতে পারব। একটা ম্যাচ জিতলে পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাস পেয়ে যাব।’ 

কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ১৭২ রানের লক্ষ্য দিয়েও আসেনি জয়। পরে ইংল্যান্ডের কাছে আট উইকেটে হেরে হতাশায় ডুবে আছে বাংলাদেশের ক্রিকেটাররা। তার মধ্যে টাইগারদের ব্যর্থতার গল্প নিয়ে চলছে কথার লড়াই। মাঠের বাইরে ভক্ত-সমর্থক, সাবেক ক্রিকেটারদের সমালোচনায় জেরবার মুশফিক-লিটনরা। 

বিজ্ঞাপন

সেই কথার লড়াইয়ে যোগ দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা ও দলের বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও। সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির ক্রিকেটারদের খোঁচা দিয়ে কথা বললে তার পাল্টা জবাব দেন মাশরাফি বিন মর্তুজার ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা। 

মাঠের বাইরের এই কথার লড়াই আর সমালোচনার ঝড় সামলে ক্রিকেটারদের খেলায় মনোযোগী হতে হবে। সেটা করতে পারলেই মিলবে কাঙ্ক্ষিত জয়ের দেখা। বাংলাদেশ ক্রিকেট অনুরাগীরা সেটাই চাচ্ছেন এখন মনে প্রাণে। 

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও টানা দুই হারে ভেঙে পড়েছে মানসিকভাবে। তবে আজ বাংলাদেশের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়াতে চায়। ফিরতে চায় জয়ের ধারায়। টাইগারদের হারাতে আজ রেকর্ড দুইবারের শিরোপাধারীরা যারপরনাই মরিয়া।

সেমি-ফাইনালের আশা জিইয়ে রাখতে হলে আজ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের কোনো বিকল্প নেই। হারলে বিশ্বকাপের মূল পর্ব থেকে বাদ পড়াটা নিশ্চিত হয়ে যাবে। আশা থাকবে তখন কেবল কাগজে-কলমে। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হলে ভালো বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও করতে হবে দুর্দান্ত। টাইগারদের বাড়াতে হবে রানের স্কোর। কেননা ওয়েস্ট ইন্ডিজের হাতে রয়েছে ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, সিমরন হেটমায়ার ও আন্দ্রে রাসেলের মত দুরন্ত ব্যাটিং লাইন-আপ। তারমধ্যে স্ট্যান্ডবাই হিসেবে দলে থাকা সাবেক ক্যাপ্টেন জেসন হোল্ডার যোগ দিয়েছেন মূল দলে। ফলে ক্যারিবিয়ানদের শক্তিটা বেড়ে গেছে অনেকটা। 

স্ট্যান্ডবাই হিসেবে থাকা রুবেল হোসেন যোগ দিয়েছেন টাইগার টিমে। আজ সুযোগ পেলে নিজের সেরা পারফরম্যান্সটাই দেখাতে চাইবেন তারকা এ পেসার। সে ক্ষেত্রে বাংলাদেশের বোলিং লাইন-আপ পেতে পারে বাড়তি শক্তি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের পরিসংখ্যানটা সমানে সমান। বৈশ্বিক এ ক্রিকেট আসরে এর আগে দুই ম্যাচে একে অপরকে মোকাবেলা করেছিল দুইবার। দুদলই জিতেছে একটি করে ম্যাচ। 

সব মিলিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ খেলেছে ১১ ম্যাচ। তবে এ ক্ষেত্রে এগিয়ে অবশ্য ক্যারিবিয়ানরা। কাইরন পোলার্ডরা জয়ের হাসি দিয়েছে ছয় ম্যাচে। বাংলাদেশ পেয়েছে পাঁচ জয়। তবে লড়াইটা আজ জমিয়ে তুলবে লাল-সবুজের জার্সিধারীরা। সন্দেহ নেই জেতার সব রকম চেষ্টাই করবে টাইগাররা। জয়-পরাজয়ের হিসাবে সমতা আনতে চাইবে।