আমাদের দ্বারা হচ্ছে না: নাসুম

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নাসুম আহমেদ

নাসুম আহমেদ

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ বরাবরের মতোই নড়বড়ে। শক্তিশালী প্রতিপক্ষ পেলেই টাইগারদের লেখা হয়ে যায় ব্যর্থতার গল্প। ইংল্যান্ডের কাছে ১২৪ রানে গুটিয়ে গিয়ে সেটাই ফের প্রমাণ করল লাল-সবুজের প্রতিনিধিরা। ফল যা হওয়ার তাই হয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদদের তাসের ঘরের মতো উড়িয়ে দিয়েছে ইয়ন মরগানের দল।

বোলার হয়ে সংবাদ সম্মেলনে এসে ব্যাটসম্যানদের সেই ব্যর্থতার কথা স্বীকার করলেন নাসুম আহমেদ। দেখিয়ে দিলেন দুর্বল জায়গাটা। বাঁ-হাতি এ স্পিনার জানালেন, সবাই চেষ্টা করছেন। কিন্তু তারপরও ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছে না। 

বিজ্ঞাপন

নাসুম বলছিলেন, ‘এটা (ব্যাটসম্যানদের ব্যর্থতা) নিয়ে আমাদের মধ্যে কথা হয়। আমরা প্রথম ছয় ওভারে রান তুলতে পারছি না। এই জন্য আমরা পিছিয়ে পড়ছি। রানও তুলতে পারছি না। উইকেটও পড়ছে। এটা নিয়ে সবাই আলোচনা করছি। সবারই ভালো কিছু করার চেষ্টা আছে। কিন্তু আমাদের দ্বারা হচ্ছে না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে এখনো তিনটি ম্যাচ বাকি টাইগারদের। একটি জয় পেলেই ঘুরে দাঁড়াবে ক্রিকেটাররা। খেলোয়াড়রা ফিরে পাবে হারিয়ে ফেলা আত্মবিশ্বাস। 

বিজ্ঞাপন

খেলায় ফিরতে দেশের ছেলেদের দরকার এখন একটি জয়। সেই জয়ের খোঁজেই রয়েছে এখন টাইগাররা। পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই জেতাই এখন লক্ষ্য ক্রিকেটারদের। শুধু তাই নয়। পরের ম্যাচ দুটিতেও করতে চায় ভালো পারফরম্যান্স। নাসুমের কথায় মিলল তারই আভাস, ‘আমাদের আরও তিনটা ম্যাচ আছে। এখান থেকে একটা ম্যাচ জিততে পারলে বাকি দুটি ম্যাচেও আমরা ভালো করতে পারব। একটা ম্যাচ জিতলেও পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাস পেয়ে যাব।’

ক্যাপ্টেন মাহমুদউল্লাহও ম্যাচ শেষে নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে নিলেন, ‘ব্যাটিং নিয়ে খুবই হতাশ। আজকের উইকেট ভালো ছিল। আমরা শুরুটা ভালো করিনি। মাঝের ওভারে আমরা কোনো জুটি গড়তে পারিনি। যে ভালো শুরুটা দরকার, সেটা আমরা পাচ্ছি না। কারণ, এসব উইকেটে পরে ব্যাটিং করাটা একটু কঠিন। আমার মনে হয়, আমাদের ব্যাটিংয়ের কিছু দিক নিয়ে আরও চিন্তা করা উচিত।’