‘বাইরের লোক’ মাশরাফির কথা নিয়ে চিন্তা নেই গিবসনের
শ্রীলঙ্কার কাছে হার মানায় সমালোচকদের কাঠগড়ায় ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদের ভুল সিদ্ধান্ত আর লিটন দাসের ফিল্ডিং কাণ্ড। মাশরাফি শুধু মাহমুদউল্লাহ ও লিটনের দায় দেখছেন না। লঙ্কা ম্যাচে পরাজয়ের পিছনে মাশরাফি বিন মর্তুজা দায় দেখছেন কোচিং স্টাফদেরও।
ফেসবুক পোস্টে প্রসঙ্গ তুলে এনে মাশরাফির প্রশ্ন রেখেছেন। কোচরা আদৌ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন তো? ইংল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাশরাফির কথা তুলতেই তা লাগল বাংলাদেশের বোলিং কোচ ওটিস গিবসনের গায়ে।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই পেসার প্রশ্নের উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলেন। মাশরাফিকে বাইরের লোক বলে এড়িয়ে যেতে চাইলেন প্রসঙ্গটা, ‘দেখুন, এটা ব্যক্তিগত মত। বাইরের কারও ভাবনা নিয়ে ভাবছি না। এটা নিয়ে আমার কোনো ভাবনা নেই। আমরা জানি বাংলাদেশ দলের কোচিং নিয়ে আমরা কী করছি। বাইরে থেকে কেউ কিছু বললে সেটা নিয়ে লাভ হয় না!’
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে মাশরাফি লিখেন, ‘লিটন ক্যাচ মিসের কোন এক্সকিউজ দিব না এমনকি লিটন নিজেও দেবে না। তবে ক্যাচ মিস খেলার একটা অংশই। কিন্তু ফিল্ডিং কোচের কাছে কি এ বিষয়গুলো নিয়ে জানতে চাওয়া হয়। ক্যাচ মিস কি এই প্রথম হলো। ২০১৯ বিশ্বকাপের পর ম্যানেজমেন্টের প্রায় সবাই চাকরি হারিয়েছে স্রেফ বর্তমান ফিল্ডিং কোচ ছাড়া। তাহলে আমরা বিশ্বকাপে বা তারপর কি সেরা ফিল্ডিং সাইড হয়ে গিয়েছি।’
টিম ম্যানেজমেন্ট যেন মাশরাফির কাছে রিহ্যাব সেন্টার। দক্ষিণ আফ্রিকায় যারা চাকরি পায় না। তারাই এখানে চাকরি করছে, ‘এখন টিম ম্যানেজমেন্ট দেখলে মনে হয় একটা রিহ্যাব সেন্টার যেখানে সাউথ আফ্রিকার সব চাকরি না পাওয়া কোচগুলো একসঙ্গে আমাদের রিহ্যাব সেন্টারে চাকরি করছে। এদের বাদ দেওয়া আরও বিপদ। কারণ, চুক্তির পুরো টাকাটা নিয়ে চলে যাবে। তাহলে দাঁড়ালো কী, তারা যতদিন থাকবে আর মন যা চাইবে তাই করবে। হেড কোচ এক এক করে নিজ দেশের সবাইকে আনছে এরপর যারা অস্থায়ীভাবে আছে তাদেরও সরাবে আর নিজের মতো করে ম্যানেজমেন্ট সাজাবে। তাও মেনে নিলাম কিন্তু রাসেল (হেড কোচ) ম্যানেজমেন্টের জন্য যেভাবে স্টেপ-আপ করে মূল দলের জন্য তাহলে লুকিয়ে কেন। কেন তামিম, মুশফিক, রিয়াদ ভালো থাকে না। এটা ঠিক করা কি তার কাজ না।’
কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশ্ন, টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে কেন এমন কথার যুদ্ধ? ক্রিকেট অনুরাগীরাও এটা ভালো চোখে দেখছেন না। সবাই চাইছেন খেলায় মনোযোগ দিতে। ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হোসেন কথার লড়াই দিয়ে শুরু। এবার লড়াই হয়ে গেল মাশরাফি বিন মর্তুজা ও টাইগারদের বোলিং কোচ ওটিস গিবসনের মধ্যে।