স্কটল্যান্ডকে গুঁড়িয়ে দিল আফগানিস্তান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুজিব উর রহমান নেন পাঁচ উইকেট

মুজিব উর রহমান নেন পাঁচ উইকেট

শুরুতে ব্যাটিংয়ে দাপট দেখালেন নাজিবুল্লাহ জাদরান, হযরতুল্লাহ জাজাই ও রহমানুল্লাহ গুরবাজ। পরে দুর্বার বোলিং করলেন মুজিব উর রহমান ও রশিদ খান।  ব্যাট-বলের আগুনে পারফরম্যান্সে স্কটল্যান্ডকে ১৩০ রানে গুঁড়িয়ে দিয়েছে আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নিজেদের শুরুটা জয় দিয়ে রাঙাল দক্ষিণ এশিয়ার যুদ্ধবিধ্বস্ত দেশটি। 

অফ-স্পিন বিষ ছড়িয়ে চার ওভার বোলিং করে ২০ রান খরচায় একাই ৫ উইকেট শিকার করেন ম্যাচসেরা মুজিব উর রহমান। স্পিন মায়াজালে আটকে ২.২ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট নেন রশিদ খান। এতেই জয়ের জন্য ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কটিশরা ১০.২ ওভারে গুটিয়ে গেছে মাত্র ৬০ রানে।

বিজ্ঞাপন

স্কটল্যান্ডের দলীয় স্কোরে ওপেনার জর্জ মুনসী ২৫, ক্রিস গ্রেভস ১২ ও ক্যাপ্টেন কাইল কোয়েটজার ১০ রান। বাকি ব্যাটসম্যানদের কেউ দুই অঙ্কও ছুঁতে পারেননি। যার পাঁচজন সাজঘরে ফেরেন শূন্য রানে। ক্যালাম ম্যাকলেওড, রিচি বেরিংটন, ম্যাথু ক্রস, মাইকেল লিস্ক ও ব্রাড হোয়েল। যার মধ্যে তিন জনই গোল্ডেন ডাক মারেন।

তার আগে ব্যাট হাতে দ্যুতি ছড়ান নাজিবুল্লাহ জাদরান। পান দুরন্ত এক ফিফটির দেখা। ব্যাটিংয়ে দাপট দেখান হযরতুল্লাহ জাজাই ও রহমানুল্লাহ গুরবাজও। ত্রয়ীর ব্যাটিং দৃঢ়তায় সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে জয়ের জন্য স্কটল্যান্ডের সামনে ১৯১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় আফগানিস্তান।

বিজ্ঞাপন

টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯০ রানের পুঁজি গড়ে আফগানরা। ৩৪ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন জাদরান। সঙ্গে গুরবাজ ৪৬ ও ওপেনার জাজাই ৪৪ রান যোগ করেন দলীয় স্কোরে।

স্কটিশদের হয়ে দুটি উইকেট শিকার করেন সাফিয়ান শরিফ। তার সঙ্গে একটি করে উইকেট নেন মার্ক ওয়াট ও জশ ডেভিড।

তার আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান।