রাতে ভারত-পাকিস্তান ক্রিকেট ‘মহাযুদ্ধ’
চির বৈরী প্রতিবেশী ভারত-পাকিস্তান দুই দেশের লড়াই মানেই মহারণ। ক্রিকেট দুনিয়ার মহাযুদ্ধ। স্নায়ুচাপ আর শ্বাসরুদ্ধকর এক ম্যাচ। আর খেলাটা যদি হয় বিশ্বকাপের মঞ্চে তাহলে তো কথাই নেই। ক্রিকেট শিহরণে যেন ভেসে যায় ক্রিকেট দুনিয়ার তাবত অনুরাগীরা।
কেননা বৈশ্বিক মঞ্চ ছাড়া যে দুদলের লড়াইটা উপভোগের এখন যে কোনো সুযোগই মেলে না। ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে আইসিসির টুর্নামেন্টে কেবল দুদল মুখোমুখি হওয়ার সুযোগ পায়। যেকারণে দুদেশের ম্যাচ নিয়ে ক্রীড়া প্রেমীরদের আগ্রহের শেষ নেই।
যেটা প্রমাণ করে টিকিট বিক্রির রেকর্ড। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট অনলাইনে ছাড়ার ঘণ্টা খানেকের মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ হয়ে যায়।
মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ। বৈশ্বিক এ ক্রিকেট আসরের রোমাঞ্চটা এমনিতেই বেড়ে গেছে। পুরো ক্রিকেট দুনিয়া এখন কাঁপছে ক্রিকেট জ্বরে। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের মহাযজ্ঞের উত্তেজনা আর উন্মাদনা আরও বহুগুণ বেড়ে গেছে ভারত-পাকিস্তান ম্যাচকে সামনে রেখে।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে তিন ম্যাচ হারালেও এখনো পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে জিততে পারেনি পাকিস্তান। হারাতে পারেনি বিরাট কোহলিদের। বাবর আজমরা তাদের হারাতে পারেনি ওয়ানডে বিশ্বকাপেও।
১২ ম্যাচের সেই দুর্ভাগ্যটা ঝেরে ফেলতে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নামছে পাকিস্তান। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্ব আসরে পাঁচটি ম্যাচ খেলেছে ক্রিকেট দুনিয়ার দুই পরাশক্তি ভারত-পাকিস্তান।
যার চারটি ম্যাচই জিতে নিয়েছে ভারতীয়রা। বাকি একটি ম্যাচ ছিল টাই। সেটাও পরে টাইব্রেকারে হেরে যায় পাকিস্তান।
তবে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ৮টি টি-টোয়েন্টি খেলেছে পাকিস্তান। তার মধ্যে ছয়টিতেই জয় ছিনিয়ে নিয়েছে ভারত। মাত্র একটি জিতেছিল পাকিস্তান।
সেও আবার ২০১২ সালে ভারত সফরে। বেঙ্গালুরুতে স্বাগতিকদের ২ বল হাতে রেখে ৫ উইকেটে ধরাশায়ী করে উৎসবে মেতেছিল পাকিস্তানের ক্রিকেটাররা।
ওটাই প্রথম এবং ওটাই শেষ। এরপর আর ভারতের বিপক্ষে জয়ের দেখা পায়নি তারা। একটি টাই হলেও সেটা অবশ্য জিতেছিল ভারতই। সেই সুখ স্মৃতি নিয়েই ভারত বধের মিশনে নামবে আজ পাকিস্তান। ম্যাচ শুরু রাত ৮টায়।
তবে আরও একটি পরিসংখ্যান ও তথ্য অনুপ্রেরণা যুগাবে বাবর আজমদের। দুবাইয়ের যে মাঠে হবে দুদলের লড়াই সেই ভেন্যুতে ২০১৬ সাল থেকে ছয় ম্যাচ খেলে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি পাকিস্তান।