টাইগারদের আজ লঙ্কা পরীক্ষা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টাইগার ক্রিকেটাররা

টাইগার ক্রিকেটাররা

প্রথম পর্ব শেষে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের রোমাঞ্চ। সেই রোমাঞ্চের ভেলায় ভাসতে আজ মাঠে নামছে বাংলাদেশ। মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আজ শ্রীলঙ্কা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি মাঠে গড়াচ্ছে আজ বিকেল ৪টায়। ভক্ত-সমর্থকরাও টিভির পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন জমজমাট এই ম্যাচটি। 

বিজ্ঞাপন

বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল মাহমুদউল্লাহ রিয়াদরা। তবে সেটি ছিল বিশ্বকাপের অফিসিয়াল ওয়ার্ম-আপ ম্যাচ। তবে তাতে জয় তুলে নিতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। টাইগারদের হারিয়ে জয়ের উল্লাসে মেতে ছিল লঙ্কানরা। আজ সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার পালা। 

তবে দুর্দান্ত ফর্মে থাকা শ্রীলঙ্কাকে হারানো মোটেই সহজ হবে না টাইগারদের জন্য। কেননা আসরের প্রথম পর্বে গ্রুপের সবগুলো ম্যাচ জিতে সুপার টুয়েলভে নাম লিখে যারপরনাই উজ্জীবিত শ্রীলঙ্কা। তার চেয়ে বড় কথা আয়ারল্যান্ড, নামিবিয়া ও নেদারল্যান্ডসকে হারিয়ে এ পর্বে খেলবে তারা 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। 

বিজ্ঞাপন

কিন্তু বাংলাদেশ মূলপর্বে টিকিট পেয়েছে বেশ কষ্ট করেই। 'বি' গ্রুপ রানার-আপ হয়ে। বাছাই পর্বের প্রথম ম্যাচে তো তারা হেরে গিয়েছিল স্কটল্যান্ডের কাছে। এ নিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই। যদিও কোচ রাসেল ডমিঙ্গো এসব একপাশে রেখে খেলায় মনোযোগ দিতে পরামর্শ দিয়েছেন সবাইকে। 

তবে স্কটিশদের কাছে হারের তেতো স্বাদ ভুলে পরের দুই ম্যাচে জয়ের ধারায় ফিরে দেশের ছেলেরা। জিতে নেয় টানা দুই ম্যাচ। হারিয়ে দেয় স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনিকে। সুতরাং হারের তিক্ততা ভুলে জয়ের ধারায় ফিরেছে টাইগাররা। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দেশের ক্রিকেটাররা। 

বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে দুদল লড়েছে ১১ ম্যাচে। তার মধ্যে টাইগাররা জিতেছে চার ম্যাচ। বাকি সাত ম্যাচে জয়ের দেখা পেয়েছে লঙ্কানরা।

তবে বিশ্বকাপের মঞ্চে লঙ্কানদের এখনো হারাতে পারেনি টাইগাররা। বৈশ্বিক এ ক্রিকেট আসরে এর আগে একবার দেখা হয়েছিল দুদেশের। ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওই ম্যাচে বাংলাদেশ হার মেনেছিল ৬৪ রানে। 

তবে সেই ম্যাচে ছিলও না বাংলাদেশের তারকা ক্রিকেটারদের অনেকে। কিন্তু এবার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের মতো দুই মহাতারকা থাকায় লঙ্কান অধিনায়ক দাসুন শনাকা লাল-সবুজের দলকে দেখছেন সমীহের দৃষ্টিতে। 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়ার্ম-আপ ম্যাচ খেলার আগে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিল সাড়ে তিন বছর আগে। সেই নিদাহাস ট্রফিতে। সেই ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে জয় ছিনিয়ে নিয়ে বাংলাদেশ কেটেছিল ফাইনালের টিকিট। এরপর দুদলেই পরিবর্তন এসেছে অনেক। তারপরও আজকের ম্যাচটি জিতে সেমি-ফাইনালে উঠার লড়াইয়ে এগিয়ে থাকতে চায় ডমিঙ্গোর শিষ্যরা। মাঠের এই পরীক্ষায় বাংলাদেশ জেতে কিনা সেটাই এখন দেখার বিষয়।