জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ১১৯
মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব। মাঠে নেমেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তবে বৈশ্বিক এ ক্রিকেট আসরের মূল পর্বে শুরুতে ব্যাটিংয়ে নেমে সুবিধা করে উঠতে পারল না দক্ষিণ আফ্রিকা। ৯ উইকেট হারিয়ে মাত্র ১১৮ রানে গুটিয়ে গেল প্রোটিয়ারা। তাই জয়ের জন্য অজিদের দরকার এখন ১১৯ রান।
ব্যাটিং বিপর্যয় সামাল দিতে না পেরে দলীয় ৪৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। মাঝে খানিকটা বিরতি দিয়ে দলীয় ৯৮ রানে খুইয়ে ফেলে ৮ উইকেট।
দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪০ রানের দাপুটে এক ইনিংস খেলেন এইডেন মার্করাম। ৩৬ বলের দুরন্ত ইনিংসটি সাজান তিনি ৩ বাউন্ডারি ও ১ ছক্কায়।
মার্করামের এই ইনিংসের পরও প্রোটিয়াদের দলীয় স্কোর গুটিয়ে যেতে পারত ১০০ রানের নিচে। কিন্তু শেষ দিকে ক্যাগিসো রাবাদা ১৯* রানের হার না মানা কার্যকরী অথচ ছোট্ট ইনিংসটি খেলেন। তাতেই একশ রান পেরিয়ে যায় আফ্রিকানদের দলীয় স্কোর।
তার আগে ডেভিড মিলার ১৬, হেইনরিখ ক্লাসেন ১৩ ও ওপেনার টেম্বা বাভুমা ১২ রান যোগ করেন দলীয় স্কোরে।
অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা।