রোমাঞ্চ ছড়িয়ে আজ শুরু বিশ্বকাপের সুপার টুয়েলভ
শিহরণের পসরা সাজিয়ে বসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শুধু মাঠেই নয়। মাঠের বাইরেও রোমাঞ্চ ছড়িয়ে যাচ্ছে বৈশ্বিক এ ক্রিকেট আসর। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের এ মহাযজ্ঞের উত্তেজনা আর উন্মাদনা আজ বেড়ে যাচ্ছে বহুগুণ। এতদিন ক্রিকেট অনুরাগীরা উপভোগ করেছেন ক্রিকেটের বিশ্ব আসরের প্রথম পর্ব মানে বাছাই পর্ব। কিন্তু আজ থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের মূল পর্ব। বিশ্বের ক্রিকেট পরাশক্তিগুলোর মাঠের লড়াই শুরু হচ্ছে আজ শনিবার, ২৩ অক্টোবর থেকে।
বিশ্বের সেরা দলগুলোর লড়াইয়ের পর্দা উঠছে আজ অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে। ম্যাচটি আবুধাবীর শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিকেল ৪টায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর চলছে এখন। কিন্তু এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি অস্ট্রেলিয়া। শিরোপা জিততে পারেনি দক্ষিণ আফ্রিকাও। দুদলেরই সামনে এবার প্রথমবার ট্রফি ঘরে তোলার দারুণ এক হাতছানি।
দিনের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড মুখোমখি হবে ওয়েস্ট ইন্ডিজের। তাদের মাঠের লড়াই রাত ৮টায় শুরু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্টে সর্বাধিক দুইবার (শ্রীলঙ্কা ও ভারতের মাটিতে ২০১২ ও ২০১৬ সালে) চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটা বাড়িয়ে নেওয়ার মিশন শুরু করছে আজ ক্যারিবিয়ানরা। আসরের বর্তমান চ্যাম্পিয়নও তারা। আর শিরোপা জয়ে উইন্ডিজের রেকর্ড স্পর্শ করার লক্ষ্য আজ মাঠে নামছে ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ড।
বিশ্বকাপের প্রথম পর্বে লড়াই করেছে আট দল। সেই বাধা উতরে সুপার টুয়েলভে নাম লিখেছে চারটি দল। গ্রুপ ‘এ’ থেকে মূল লড়াইয়ে উঠেছে শ্রীলঙ্কা ও নামিবিয়া। আয়ারল্যান্ডের হৃদয় ভেঙে প্রথমবারের মতো বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের নাম লিখে ইতিহাস গড়েছে নামিবিয়া। এতেই নেদারল্যান্ডসকে ৮ উইকেটে উড়িয়ে দেওয়ার আগেই ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে পৌঁছে যায় লঙ্কানরা।
আর নামিবিয়া খেলবে ‘এ’ গ্রুপ রানার-আপ হিসেবে। অন্য দিকে গ্রুপ ‘বি’ থেকে মূল পর্বে পা রেখেছে স্কটল্যান্ড ও বাংলাদেশ। গ্রুপ রানার আপ হয়ে টাইগাররা সেমি-ফাইনালের টিকিটের জন্য লড়বে। আর স্কটল্যান্ড খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
সুপার টুয়েলভে থাকছে ১২ দলের লড়াই। এখানেও থাকছে দুটি গ্রুপ। গ্রুপ ওয়ানে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। তাদের সঙ্গে যোগ দিয়েছে ‘বি’ গ্রুপ রানার আপ বাংলাদেশ ও ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। গ্রুপ ‘টু’ তে লড়বে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। তাদের যোগ দিয়েছে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন স্কটল্যান্ড ও ‘এ’ গ্রুপ রানার-আপ নামিবিয়া।
সুপার টুয়েলভ বাংলাদেশ শুরু করছে এক দিন পর। আগামীকাল রোববার, ২৪ অক্টোবর। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এবারের বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে এই লঙ্কানদের কাছেই হেরে ছিল বাংলাদেশ। বিশ্বকাপের মূল পর্বে সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ এখন মাহমুদউল্লাহদের সামনে। এ পর্বে লাল-সবুজের প্রতিনিধিদের সব ম্যাচই বাংলাদেশ সময় বিকেল চারটায়।
সুপার টুয়েলভের দুই গ্রুপের সেরা দুই দল প্রতিদ্বন্দ্বিতা করবে সেমি-ফাইনালে। শেষ চারের ম্যাচ দুটি হবে ১০ ও ১১ নভেম্বর। সেমি-ফাইনালের সেরা দুই দল নিয়ে ১৪ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।