বিশ্বকাপে আফ্রিদির সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছুঁলেন সাকিব

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

পাপুয়া নিউগিনিকে উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের টিকিট ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। টাইগারদের দুরন্ত এ জয়ে ব্যাট হাতে ৪৬ রানের দাপুটে এক ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। পরে কিপ্টেমি বোলিংয়ে হন ম্যাচ সেরা। ৪ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট একাই শিকার করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। 

দারুণ এ জয়ের ম্যাচে বিশ্বকাপে শহীদ আফ্রিদির সর্বোচ্চ ৩৯ উইকেট শিকারের রেকর্ড স্পর্শ করলেন সাকিব। সাকিব এ রেকর্ড ছুঁয়েছেন ২৮ ম্যাচে । আফ্রিদির লেগেছে ৩৪ ম্যাচ।

বিজ্ঞাপন

ব্যাট-বলের অলরাউন্ড নৈপুণ্যে ফের ম্যাচ সেরা হলেন সাকিব। এবারের বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন সাকিব। এর আগে লাসিথ মালিঙ্গাকে বনে যান টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারী।