বিশ্বকাপের সুপার টুয়েলভে দুরন্ত বাংলাদেশ
সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিংয়ে শুরুতে রানের পাহাড় গড়ল বাংলাদেশ। শেষে সাকিব-তাসকিন আহমেদ-মোহাম্মদ সাইফউদ্দিনের আগুনে বোলিংয়ের স্ফূলিঙ্গ ছড়িয়ে টাইগাররা ধসিয়ে দেয় প্রতিপক্ষকে।
টাইগার বোলারদের সামনে দাঁড়াতে না পেরে ১৯.৩ ওভারে পাপুয়া নিউগিনি উড়ে যায় মাত্র ৯৭ রানে। মাহমুদউল্লাহ রিয়াদের দল জিতে ৮৪ রানের বড় ব্যবধানে। দুরন্ত এ জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পৌঁছে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।
ব্যাট-বলের অলরাউন্ড নৈপুণ্যে ফের ম্যাচ সেরা হলেন সাকিব। এবারের বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। বিশ্বকাপে সর্বোচ্চ ৩৯ উইকেট শিকারে শহীদ আফ্রিদির রেকর্ড স্পর্শ করলেন সাকিব। সাকিব এ রেকর্ড ছুঁয়েছেন ২৮ ম্যাচে। আফ্রিদির লেগেছে ৩৪ ম্যাচ।
শুরু থেকেই পাপুয়া নিউগিনিকে চেপে ধরে দেশের ছেলেরা। টাইগারদের ক্ষুরধার বোলিংয়ে ২৯ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে পিএনজি। শেষ দিকে দলের ব্যাটিং লাইন-আপের হাল ধরেন কিপলিন ডোরিগা।
ব্যাটিং ধ্বংসস্তূপের মাঝে আলো হয়ে জ্বলে খেললেন ডোরিগা ৪৬ রানের চমৎকার এক ক্রিকেটীয় ইনিংস। চাদ সোপের দলীয় স্কোরে যোগ করেন ১১ রান। আসা-যাওয়ার মিছিলে যোগ দিয়ে বাকি ব্যাটসম্যানদের কেউ দুই অঙ্কও ছুঁতে পারেননি।
অষ্টম ও নবম উইকেট জুটিতে সোপের ও কাবুয়া মোরেয়ার সঙ্গে সমান ২৫ রানের দুটি পার্টনারশিপ গড়েন ডোরিগা। তাতে কিছুক্ষণ উইকেট পতন থাকলেও লাভ হয়নি। হেরে রোমাঞ্চকর এ বৈশ্বিক আসর থেকে বিদায় নিতে হলো পাপুয়া নিউগিনিকে।
কিপ্টেমি বোলিংয়ে ৪ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট একাই শিকার করেছেন সাকিব আল হাসান। দুটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।
তার আগে দারুণ ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। হাঁকিয়েছেন ফিফটি। ৫০ রান করে বিদায় নিয়েছেন ক্রিজ থেকে। সুবাদে শুরুতে ব্যাট হাতে নেমে ৭ উইকেটের বিনিময়ে ১৮১ রানের পুঁজি গড়েছে বাংলাদেশ। শেষ দিকে আফিফ হোসেন ২১ ও মোহাম্মদ সাইফউদ্দিন ১৯* রান যোগ করেন দলীয় স্কোরে।
তবে ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি টাইগারদের। দলীয় এক রানেই ফিরে যান ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। দুই বল খেলে তিনি থেকে রান শূন্য। তার বিদায়ের পর দলের ব্যাটিং লাইন-আপের হাল ধরেন সাকিব আল হাসান। তাকে সঙ্গ দিতে থাকেন অন্য ওপেনার লিটন দাস।
কিন্তু লিটনও খু্ব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ২৯ রান করে ফেরেন আসাদ ভালার বলে সেসে বাউয়ের হাতে ক্যাচ দিয়ে। লিটনের বিদায়ের পর মুশফিকুর রহিম ব্যাট হাতে নেমে সুবিধা করতে পারেননি। আউট হান ব্যক্তিগত পাঁচ রানে। ৪৬ রান নিয়ে সাজঘরে ফেরেন সাকিব।
পাপুয়া নিউগিনির হয়ে দুটি করে উইকেট নেন কাবুয়া মোরেয়া, ডামিয়েন রাভু ও আসাদ ভালা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে 'বি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। এ নিয়ে বৈশ্বিক আসরে টানা তিন ম্যাচে টস জিতল টাইগাররা। এর আগে ওমান ও স্কটল্যান্ডের বিপক্ষে টস ভাগ্য সহায় হয়েছিল ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদের।
এ ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। ওমানের বিপক্ষে জেতা দল নিয়েই ব্যাটিংয়ে নামে সাকিব-মুশফিকরা। তবে পাপুয়া নিউগিনির একাদশে দুটি বদল এসেছে। দলে ঢুকেছেন হিরি হিরি ও ডেমিয়েন রাভু। বাদ পড়েছেন টনি উরা ও নোসাইনা পাকানা।